মধ্যরাতে ‘খাদান’ ঝড়! প্রথম শো হাউসফুল: দেব
কলকাতা: মধ্যরাতে ‘খাদান’ (Khadaan)ঝড়। রাত জেগে বাংলা সিনেমা দেখার ক্রেজ সাধারণত বিরল। রাত ২টোয় ঢাকঢোল বাজিয়ে দেখানো হল প্রথম শো। সিনেমা হলে বাইরে রীতিমতো উৎসব লেগেছে। ছবির সাফল্যে উচ্ছ্বসিত দেব। সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করে নিয়েছেন একটি ভিডিও। প্রেক্ষাগৃহের বাইরের ছবিটা তখন দেখলে মনে হবে সবে সন্ধ্যে। রাত ২টোর সময় দর্শকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতোই। সাধারণত দক্ষিণ ভারতের সিনেমা বা বলিউডে শাহরুখ খানের সিনেমার এই উন্মাদনা দেখা যায়। সেই উন্মাদনা ধরা পড়ল দেবের খাদান মুক্তি পেতে।
দীর্ঘ দিন পর বাংলা সিনেমা ফার্স্ট ডে ফার্স্ট শো’র হাউসফুল (Khadaan Housefull)হওয়ায় অতীতের রেকর্ড ভেঙে গেল। জওয়ান’-এর ফার্স্ট ডে ফার্স্ট শো’র রেকর্ড ভেঙে নয়া’রেকর্ড’ গড়ল দেব অভিনীত ‘খাদান’। ছবির মুক্তি উপলক্ষে রাত ২টোর প্রথম শো-তেই হাউসফুল। শহর কলকাতা থেকে জেলাজুড়ে উন্মাদনা তুঙ্গে। ব্যারাকপুর, রায়গঞ্জ সহ বিভিন্ন হলে মধ্য রাতে ঢাকঢোল পিটিয়ে উদযাপন, ভক্তদের উচ্ছ্বাস—সব মিলিয়ে প্রেক্ষাগৃহের বাইরে ছিল উৎসবের আবহ। দেব নিজেই সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তের ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘খাদানের প্রথম শো সকাল ২টোয়। এই হল পরিস্থিতি। আমি খুব খুশি। রিভিউও শেয়ার করব। ‘দেব দর্শক-অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে বললেন, ওপেনিংয়েই এমন উন্মাদনা দেখে আমি ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছি। এই সাফল্যের গোটা কৃতীত্বটাই আপনাদের সকলের। ‘বাংলায় ইতিহাস গড়ার’ জন্য টলিউড সুপারস্টারকে শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক অনিরুদ্ধ রায়।
দেবকে শুভেচ্ছা জানিয়ে পরিচালক-অভিনেতা কমলেশ্বর মুখোপাধ্যায় দেবকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “অবাক করা ব্যাপার ! ছবির নাম ‘খাদান’ – এই বাংলায় প্রথম কোনও ছবির প্রথম শো রাত দুটোয় শুরু হচ্ছে। এবং সেই শো ইতিমধ্যেই হাউসফুল হয়েছে। এটা আগে কখনো দেখি নি। পরিচালক-অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, “রায়গঞ্জে অ্যাডভান্সে হাউজফুল! তাও আবার রাত 2টোর শো! এই প্রথম এরকম কিছু দেখলাম বাংলায়। কলকাতার বেশ কটা হলেও জমিয়ে বুকিং শুরু দেখলাম বুক মাই শোতে! আমিও দেখার অপেক্ষায় রইলাম!