Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

বিশ্বকাপ ফাইনালের দিন নাশকতার হুমকি খলিস্তানির

Updated : 5 Nov, 2023 11:06 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

নয়াদিল্লি: আগামী ১৯ নভেম্বর বিশ্বকাপ ফাইনাল। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) দেড় মাস ব্যাপী ক্রিকেট মহাযজ্ঞের যবনিকা পাত হবে। এই সুন্দর আবহের মধ্যেই ঢুকে পড়েছে সন্ত্রাসের আতঙ্ক। হুমকি আসল খলিস্তানি (Khalistani) জঙ্গিদের থেকে। খলিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুনের (Gurupatwant Singh Pannun) এক ভিডিও প্রকাশ্যে এসেছে। সেই ভিডিওতে তিনি হুঁশিয়ারি দিলেন, ১৯ নভেম্বর এয়ার ইন্ডিয়ার বিমানে চড়লে বিপদ আছে।

পান্নুন বলেন, “১৯ নভেম্বর আমরা শিখ সম্প্রদায়ের মানুষকে এয়ার ইন্ডিয়ার বিমানে চড়তে বারণ করছি। সেদিন বিশ্বজুড়ে অবরোধ হবে। ওদিন এয়ার ইন্ডিয়ার বিমানে চড়বেন না, চড়লে আপনার জীবনের ঝুঁকি হতে পারে।” পান্নুন আরও দাবি করেন, ১৯ তারিখে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দর বন্ধ থাকবে এবং তার নাম বদলে দেওয়া হবে। খলিস্তানি মনে করিয়ে দিয়েছেন, ওইদিনই বিশ্বকাপ ফাইনাল।