Placeholder canvas
কলকাতা শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

CSK vs KKR IPL Match | নীতীশ-রিঙ্কু আর ম্যাজিশিয়ান নারিনের দাপটে চেন্নাই বধ কলকাতার

Updated : 15 May, 2023 5:42 PM
AE: Hasibul Molla
VO: Priti Saha
Edit: Monojit Malakar

চেন্নাই: স্বস্তিতে নাইট সমর্থকরা, আপাতত দৌড়ে টিকে রইল কেকেআর (KKR)। রিঙ্কুর অর্ধশতরানের ওপর ভর করে সিএসকের (CSK) দুর্গ জয় করল কেকেআর। এই জয়ের হাত ধরে কেকেআরের প্লে-অফে পৌঁছনোর আশা বজায় থাকল। আপাতত ১২ পয়েন্ট নিয়ে টেবিলে ৭ নম্বরে রয়েছে। বাকি রয়েছে আর মাত্র একটি ম্যাচ। সেটা জিতলে ১৪ পয়েন্ট হবে। প্লে অফে যাওয়ার আশা বেঁচে থাকবে, তবে এরপর অনেক অঙ্কের খেলা বাকি থাকবে। তাকিয়ে থাকতে হবে অন্য টিমের দিকে।    

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni )। অন্যদিকে রবিবারসরীয় এই ম্যাচ কলকাতার কাছে অ্যাসিড টেস্ট ছিল। কেকেআর স্পিনাররা অসাধারণ বোলিং করে মাত্র ১৪৪ রানে চেন্নাইকে আটকে দেয়। এদিনের ম্যাচে অনবদ্য ছিলেন সুনীল নারিন (Sunil Narine), বরুণ চক্রবর্তীরা। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ২ উইকেট নেন নারিন। যোগ্য সঙ্গত দেন বরুণ।

১৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কেকেআরের ৩৩ রানেই ৩ উইকেট পড়ে যায়। পরপর উইকেট হারিয়ে প্রচণ্ড চাপে পড়ে যায় কলকাতা। ব্যাটিং অর্ডারে ওপরে পাঠানো হয় রিঙ্কু সিংকে। রিঙ্কু আর নীতীশ রানার জুটি ৯৯ রানের পার্টনারশিপ গড়ে তোলে। যেটা কেকেআরকে জয়ের দোরগোড়ায় নিয়ে যায়। দু’জনেই অর্ধশতরান করেন। শেষ অবধি ৫৭ রানে অপরাজিত থাকেন কেকেআর অধিনায়ক নীতীশ রানা (Nitish Rana)। ৫৪ করে প্যাভিলিয়নে ফিরে যান রিঙ্কু সিং। শেষে ৯ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় কেকেআর।