Placeholder canvas
কলকাতা বুধবার, ০৯ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

বিশ্বকাপে রিঙ্কুর বাদ পড়ার জন্য দায়ী KKR!  

Updated : 1 May, 2024 5:45 PM
AE: Hasibul Molla
VO: Juhita Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা: টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) ১৫ জনের দলে ঠাঁই হয়নি রিঙ্কু সিংয়ের (Rinku Singh)। সফরকারী রিজার্ভ হিসেবে তাঁর নাম আছে, কিন্তু তা বাদ পড়ারই নামান্তর। প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার আকাশ চোপড়ার (Akash Chopra) মতে, বাদ পড়ার জন্য রিঙ্কু নিজে দায়ী নয়, বরং দায় তাঁর ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের। (KKR) রিঙ্কুকে ব্যাট করার যথেষ্ট সুযোগ দেয়নি কেকেআর, দাবি আকাশের।

তিনি বলেন, “রিঙ্কু সিংয়ের না থাকা একটা বিরাট সারপ্রাইজ। আমার মনে হয়েছিল ওকে বাদ দেওয়া যাবেই না। ছ’ মাস আগে যখন আমরা ভারতীয় দল বানাচ্ছিলাম, তখন সবার আগে রিঙ্কুর নামটাই আসছিল। কেউ ভাবতেই পারেনি, স্কোয়াডে থাকবে না রিঙ্কু। কেন নেই দলে? একটা কারণ সাম্প্রতিক ফর্ম। ওকে ব্যাট না করিয়ে সাহায্য করেনি কেকেআর।”