বেআইনি পার্কিং রুখতে নয়া কৌশল পুরসভায়
Updated : 11 Dec, 2023 4:43 PM
AE: Samrat Saha
VO: Avik Nandi
Edit: Silpika Chatterjee
কলকাতা: এবার বেআইনি পার্কিং রুখতে নয়া কৌশল পুরসভার। যেখানে সেখানে গাড়ি পার্কিং ঠেকাতে কলকাতা পুরসভা নিয়ে এল নতুন অ্যাপ। কলকাতা পুলিশ এবং রাজ্যের পরিবহণ দফতর এই অ্যাপে পুরসভার সহযোগী। ফলে ওয়ান উইন্ডো এই অ্যাপের সমস্ত তথ্য চলে যাবে পরিবহণ দফতর আর কলকাতা পুলিশের হাতেও।
কলকাতায় পার্কিংয়ের নিয়ম অনুসারে ১৮ ফুটের নিচের রাস্তায় গাড়ির পার্কিং করা বেআইনি। এদিকে অলিতে গলিতে সরু প্যাসেজে যেদিকে পরাজয় ব্যাঙের ছাতার মতো বেড়ে ওঠে একটার পর একটা পার্কিং স্লট। পুর আধিকারিকরা জানিয়েছেন, কলোনি এলাকায় উঠেছে একের পর এক বহুতল। আর সেখানে বসবাসকারী বাসিন্দাদের গাড়ি রাখার জন্য তাঁরা বেঁচে নেন রাস্তার ধারটি।
Tags: