Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Weather Update | ধেয়ে আসছে কালবৈশাখী, ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া

Updated : 1 May, 2023 3:03 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Monojit Malakar

কলকাতা: এপ্রিলের প্রথম থেকেই তীব্র গরমে নাভিশ্বাস উঠেছিল। বাইরে বেরোলে রীতিমত নাক-মুখ জ্বলে যাচ্ছিল। এই ভয়ানক গরম থেকে মুক্তি চাইছিলেন সাধারণ মানুষ। অবশেষে ডাক শুনল প্রকৃতি। রাজ্যজুড়ে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি (Thunderstorm) এবং শিলা বৃষ্টির সতর্কতা। কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি (Rain) চলবে শুক্রবার পর্যন্ত। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Office)।  

আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছে, সোমবার সকাল থেকেই কলকাতায় (kolkata)মেঘলা আকাশ। বিকেল বা সন্ধ্যার পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। হতে পারে কালবৈশাখীও। সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (Temperature) ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫১ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৩ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে৷ 

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান শিলাবৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। যে কারণে রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।  বুধবার থেকে শুক্রবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। 

শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সতর্কতা থাকছে বেশ কয়েকটি জেলাতে। আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি অর্থাৎ ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। ৫০ কিমি পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। 
উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে। 
মঙ্গলবার ভারী বৃষ্টি হতে আলিপুরদুয়ার এবং কোচবিহারে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে।

আগামী ২৪ ঘণ্টা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মনিপুর মিজোরাম ও ত্রিপুরাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর-পূর্ব ভারতের প্রায় সব রাজ্যে এবং কর্ণাটক তেলেঙ্গানা কেরল মাহেতে। রাজধানী দিল্লিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লিতে। আগামী ৪৮ ঘণ্টা এই পরিস্থিতি থাকবে। এছাড়াও কর্ণাটক তামিলনাড়ু তেলেঙ্গানা কেরল মাহেতে ভারী বৃষ্টির সম্ভাবনা।
ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় জম্মু-কাশ্মীরে লাদাখ মোজাফফরাবাদ হিমাচল প্রদেশ উত্তরাখন্ডে। উত্তরাখণ্ডে শিলাবৃষ্টি সম্ভাবনা থাকছে সোম ও মঙ্গলবার।

মৌসম ভবন বলছে, উত্তরপ্রদেশ এবং ছত্তিশগড়ে এই মুহূর্তে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। এর টানেই সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। একটি অক্ষরেখা বিদর্ভ থেকে তেলঙ্গানা পর্যন্ত বিস্তৃত। সোমবার উত্তর পশ্চিম ভারতে ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা।