Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

২০০০ টাকার নোটবদল নিয়ে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ, ধুন্ধুমার RBI-তে

Updated : 22 Feb, 2024 8:25 PM
AE: Samrat Saha
VO: Juhita Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা: ২০০০ টাকার নোটবদল করতে গিয়ে ধুন্ধুমার, সাতসকালে ঝরল রক্ত। আরবিআই (RBI in Kolkata) এর সামনে সংঘর্ষে কংগ্রেস (Congress)-তৃণমূলের (Trinamool)। তৃণমূল- কংগ্রেসের সংঘর্ষের জেরে মাথা ফেটেছে অন্তত বেশ কয়েকজনের। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালেই রণক্ষেত্রের চেহারা নেয় বিবাদী বাগের রিজার্ভ ব্যাঙ্কের সামনের চত্বর। রাস্তা অবরোধ করেন কংগ্রেস কর্মীরা। পরে অবশ্য পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন তাঁরা।

২ হাজার টাকার নোট এখনও অনেকের কাছে গিয়েছে। বিভিন্ন জেলা থেকে বহু মহিলা বিবাদি বাগে (BBD Bag RBI) রিজার্ভ ব্যাঙ্কে আসেন ২ হাজার টাকার নোট বদল করতে। অনেকে তো আবার রাতভর লাইন দাঁড়িয়ে রয়েছেন নোট বদলের জন্য। এদিন সকাল থেকেই ২০০০ টাকার নোট বদলের উদ্দেশ্যে দূর-দূরান্ত থেকে বহু মানুষ ভিড় জমিয়েছেন, লাইনে দাঁড়িয়ে রয়েছেন। লাইনে দীর্ঘক্ষণ দাঁড়ানকে কেন্দ্র করে একই অপরের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অনেকেই। কর্তব্যরত পুলিশ ও রিজার্ভ ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল পুলিশের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষজন। এটা নিয়েই প্রথমে বেধে যায় ধুন্ধুমার কাণ্ড। এরপরেই একদিক থেকে কংগ্রেসের পতাকা নিয়ে কিছু জাতীয় কংগ্রেসের সমর্থক ও অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের কিছু সমর্থক সেখানে বিক্ষোভ দেখাতে আসেন। সংঘর্ষের জেরে কলকাতায় রিজার্ভ ব্যাঙ্কের সামনে তুলকালাম বাধল।