
কালীপুজোয় নিরাপত্তায় শহরজুড়ে মোতায়েন বাড়তি পুলিশ
কলকাতা: আর কয়েকদিন পরেই আলোর উৎসব। কালীপুজোয় (Kali Puja 2023) নিরাপত্তায় শহরজুড়ে মোতায়েন থাকবে বাড়তি পুলিশ। কালীপুজোয় প্রায় ৫ হাজার কলকাতা পুলিশ ( Kali Puja 2023 ) মোতায়ন করা হবে। এবছর গোটা রাজ্যে ১৩, ১৪, ১৫ নভেম্বর কালীপুজোর ভাসান চলবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।আগামী ১৫ নভেম্বর ভাইফোঁটা। ওইদিনের মধ্যেই রাজ্যের সমস্ত কালীপুজোর বিসর্জন শেষ করতে হবে। ওই দিন মোতায়েন থাকবে প্রায় ৬ হাজার পুলিশ।
পুলিশ সূত্রের খবর, অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের ঐতিহ্যবাহী যেসব কালীমন্দির গুলির নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হবে। এছাড়াও শহরের বড় পুজোগুলিতে বাড়তি নিরাপত্তা দেওয়ার হবে। তা নিয়ে ইতিমধ্যেই বৈঠক হয়ে গিয়েছে। নিরাপত্তায় ২১ জন ডিসি পদমর্যাদার অফিসার রাস্তায় থাকবেন। ৩৫ জন এসি পদমর্যাদার অফিসার রাস্তায় থাকবেন। শব্দবাজি এবং আতসবাজি নিয়ে সতর্ক করা হয়েছে কলকাতা পুলিশের তরফে।
কালীপুজোয় পরিবেশ দূষণ আটকাতেও এবার প্রশাসনের তরফে কড়া নজরদারি চালানো হবে। ১২৫ ডেসিবেল শব্দ সীমার মধ্যে শুধুমাত্র পরিবেশ বান্ধব আতশবাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। বাজি পোড়ানোর বিষয়ে রাজ্যবাসীকে বিধিনিষেধ মেনে চলার নির্দেশিকাও জারি করেছে নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাধারণ মানুষকে শুধুমাত্র পরিবেশবান্ধব আতশবাজি ব্যবহারের আবেদন জানিয়েছেন। দিনে হোক কিংবা রাতে মাইক্রোফানের ব্যবহারের বিষয়ে ক্লাবগুলিকে অবশ্যই নিয়ম মানতে হবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার বিষয়েও সরকারের তরফে আবেদন জানানো হয়েছে।