Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ |
K:T:V Clock

ব্লু লাইনে মেট্রো পরিষেবায় আসছে বদল

Updated : 21 Dec, 2024 7:17 PM
AE: Krishnendu Ghosh
VO: Bhaswati Das
Edit: Dipa Naskar

কলকাতা: ব্লু লাইনে মেট্রো পরিষেবায় আসছে বদল। নতুন বছরের আগেই বড় ঘোষণা করল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। শুক্রবার কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, ২৩ ডিসেম্বর অর্থাৎ আগামী সোমবার থেকে সব মেট্রো দক্ষিণেশ্বর থেকে ছাড়বে। একইভাবে সব মেট্রো দক্ষিণেশ্বর পর্যন্ত আসবে। ফলে, যাত্রীদের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে বলে মনে করছেন কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এতদিন ব্লু লাইনে কিছু মেট্রো দমদম, এবং কিছু দক্ষিণেশ্বর অবধি যাতায়াত করত। ফলে যাত্রীদের প্রান্তিক স্টেশন দমদম থেকে মেট্রো পেতে অনেকক্ষণ অপেক্ষা করতে হত। সেই সমস্যা অনেকটাই বদলাবে। পাশাপাশি, এই মেট্রো পরিষেবা পাওয়া যাবে দিনভর। ২৩ ডিসেম্বর থেকে সব মেট্রো দক্ষিণেশ্বর থেকে ছাড়বে। সব মেট্রো দক্ষিণেশ্বর পর্যন্ত আসবে। সোমবার থেকে শনিবার পর্যন্ত শুধুমাত্র চারটি মেট্রো দক্ষিণেশ্বর পর্যন্ত আসবে না।

জানা দিয়েছে, বর্তমানে ১৮ মিনিট সময়ের ব্যবধানে মেট্রো রেল দক্ষিণেশ্বর যায়। অফিস টাইমে সময়ের ব্যবধান কম থাকলেও পরে তা বেড়ে যায়। যার জেরে দীর্ঘক্ষণ মেট্রোর জন্য অপেক্ষা করতে হত যাত্রীদের। নিত্যযাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সেই ব্যবধান কমিয়ে সাত মিনিট করা হয়েছে। সোমবার থেকে শনিবার প্রতিদিন সকাল ৬টা ৫০মিনিটে নোয়াপাড়া থেকে কবি সুভাষ যাওয়ার মেট্রো ছাড়ে। আগামী ২৩ ডিসেম্বর দক্ষিণেশ্বর থেকে সকাল ৬টা ৫০মিনিটে প্রথম মেট্রো কবি সুভাষ যাওয়ার জন্য ছাড়বে। এতদিন সেই মেট্রো ছাড়ার সময় ছিল সকাল সাতটা। কবি সুভাষ থেকে সকালে ছাড়া মেট্রোর সময়সূচিতে কোনও বদল হয়নি। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রোর সময় বদলে ৯টা ৩৩ মিনিট করা হয়েছে, যা ৯টা ২৮ মিনিট ছিল। তবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ থেকে দমদমগামী রাতের শেষ মেট্রোর সময় অপরিবর্তিত রয়েছে।