Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

স্বাধীনতা দিবসে কমতে চলেছে মেট্রোর সংখ্যা, জানুন বিস্তারিত

Updated : 11 Aug, 2023 9:25 PM
AE: Hasibul Molla
VO: Priti Saha
Edit: Silpika Chatterjee

কলকাতা: স্বাধীনতা দিবসের দিন কমতে চলেছে মেট্রো পরিষেবা। ওই দিন কেমন থাকবে মেট্রো পরিষেবা, তা নিয়ে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানাল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ওই দিন উত্তর-দক্ষিণ করিডরে ১৮৮টি এবং পূর্ব-পশ্চিম বা ইস্ট ওয়েস্ট করিডরে ৯০টি ট্রেন চলবে বলে জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্পোরেশন।

উত্তর-দক্ষিণ করিডরে অন্যান্য দিন ২৮৮টি ট্রেন চলে। সেখানে স্বাধীনতা দিবসের দিন চলবে মাত্র ১৮৮টি। পাশাপাশি ইস্ট-ওয়েস্টেও কমে চলবে ৯০টি ট্রেন।প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশেও প্রথম ট্রেন ছাড়বে ৬টা ৫০ মিনিটে। এক্ষেত্রে কোনও পরিবর্তন হয়নি। পাশাপাশি দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২৮ মিনিটে। আর দমদম থেকে কবি সুভাষের উদ্দেশে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। আবার ওই ৯টা ৪০ মিনিটেই ছাড়বে কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো। পাশাপাশি কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রোটি রাত সাড়ে ৯টায় ছাড়বে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

অন্যদিকে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী প্রথম ট্রেন সকাল ৬টা ৫৫ মিনিটে ছাড়বে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহর উদ্দেশে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। পাশাপাশি শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ যাওয়ার শেষ মেট্রো রাত ৯টা ৩৫ মিনিটে ছাড়বে। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহর শেষ মেট্রো রাত ৯টা ৪০ মিনিটে।