বেলগাছিয়ায় যান্ত্রিক ত্রুটি, মেট্রোয় দুর্ভোগ চলছেই
কলকাতা: কলকাতা মেট্রোরেলে (Kolkata Metro Rail) যাত্রী দুর্ভোগ চলছেই। বৃহস্পতিবার সকাল ৯টার ব্যস্ত সময়ে ব্লু লাইনের বেলগাছিয়া (Belgachia) মেট্রো স্টেশনে দেখা দিল যান্ত্রিক ত্রুটি। তার জেরে ডাউন লাইনে আধঘণ্টা মতো বন্ধ রইল পরিষেবা। ত্রুটি মেরামত করে চালু করার পরেও ভিড়ের চাপে দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের।
এদিন ৯টার দিকে যান্ত্রিক ত্রুটি দেখা দিতেই থমকে যায় মেট্রোর চাকা। দক্ষিণেশ্বর এবং দমদম স্টেশন থেকে নেমে যেতে বলা হয় যাত্রীদের। পরিষেবা আধঘণ্টা বন্ধ থাকায় ডাউন লাইনের স্টেশনগুলিতে ভিড় জমে যায়। বিশেষ করে দমদম স্টেশনের (Dum Dum Station) তথৈবচ অবস্থা হয়ে ওঠে। বহু যাত্রী পরিষেবা ঠিক হয়ে যাওয়ার পরেই ভিড়ের চাপে ট্রেনে উঠতেই পারেননি। তবে এই প্রতিবেদন প্রকাশ হওয়ার সময়ে পরিষেবা স্বাভাবিক হয়ে গিয়েছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক কালে বার বার নানা কারণে বিগড়েছে কলকাতা মেট্রোর ব্লু লাইন (Blue Line)। আত্মহত্যা করতে যখন তখন মেট্রো স্টেশন বেছে নেওয়া তো আছেই, তার উপর যোগ হয়েছে যান্ত্রিক ত্রুটি। সিগনালিং সহ বিভিন্ন ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। তার উপর রয়েছে টিকিট কাটার অমানুষিক দীর্ঘ লাইন। তাছাড়া সময়মতো ট্রেন না আসা তো নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।