Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

ইচ্ছেমতো পার্কিং ফি আদায় নিয়ে চিন্তিত কলকাতা পুরসভা

Updated : 23 Jan, 2024 7:45 PM
AE: Hasibul Molla
VO: Swarnali Dey
Edit: Silpika Chatterjee

কলকাতা: শহরের বিভিন্ন পার্কিং লটে ইচ্ছেমতো টাকা নেওয়া ও নগদে পার্কিং ফি আদায় এবং পুরসভার অনুমোদন ছাড়াও পার্কিং ব্যবসা চালানোর অভিযোগ। কলকাতা পুরসভা পুলিশের সঙ্গে বৈঠক করে অনলাইনে পার্কিং ফি আদায়ের সিদ্ধান্ত নিয়েছিল। সেই লক্ষ্যে বরাতপ্রাপ্ত সমস্ত পার্কিং সংস্থার হাতে ই-পস যন্ত্র তুলে দিয়েছিল পার্কিং বিভাগ। বর্তমানে প্রায় ৩০টি পার্কিং সংস্থার কাছে শ’পাঁচেক ই-পস যন্ত্র থাকা সত্ত্বেও অভিযোগ উঠেছে, বেশির ভাগ পার্কিং সংস্থার কর্মীরা মোট পার্কিং ফির মাত্র ৪০ শতাংশ অনলাইনে আদায় করছেন। আর বাকি ৬০ শতাংশ আদায় নগদেই চলছে। অনলাইনে পার্কিং ফি আদায় না হওয়া নিয়ে, পুরসভার পার্কিং দফতরে বহুবার অভিযোগ এসেছে। সমস্যার সমাধানে পার্কিং সংস্থাগুলির প্রতিনিধিদের সঙ্গে একাধিক বার বৈঠক করেছেন পুর পার্কিং দফতরের কর্তারা। অভিযোগ, এত কিছুর পরেও কোনও লাভ হয়নি।