Placeholder canvas
কলকাতা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫ |
K:T:V Clock

বড়দিনের আগেই বেসামাল হতে দেখা গেল কলকাতাকে

Updated : 25 Dec, 2024 4:10 PM
AE: Hasibul Molla
VO: Subhangi Mukhopadhyay
Edit: Dipa Naskar

কলকাতা: ডিসেম্বরের শেষ। গতকাল ছিল ক্রিসমাস ইভ। আর উৎসবের আবহে গা ভাসিয়েছে বঙ্গবাসী। আজ বড়দিন। কিন্তু গতকাল থেকেই ক্রিসমাস উদযাপনে নেমেছেন কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন মানুষ। তবে জানা যাচ্ছে ক্রিসমাস ইভে বেসামাল হতে দেখা গেল কলকাতাবাসীর বহুল অংশের মানুষকে। যার জেরে ক্রিসমাসের আগের দিনই কলকাতা পুলিশের তরফ থেকে ‘কেস’ দেওয়া হল ৯ হাজার শহরবাসীকে।

কিন্তু কেন?

কলকাতা পুলিশের তরফ থেকে এক বিবৃতি প্রকাশ করে গতকাল জানানও হয়, মদ্যপান করে গাড়ি চালানো, বেপরোয়া গাড়ির গতি, নো সিগন্যাল এন্ট্রি এবং হেলমেট ছাড়া মোটরবাইক চালানোর কারণে গতকাল ৯ হাজারের বেশি যাত্রীকে কেস দেওয়া হয়েছে। মাত্র ৫ দিনেই অর্থাৎ ২০ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে এই ৯ হাজার যাত্রীকে কেস দেওয়া হয়েছে।

উৎসবের আলোয় সেজে উঠেছে তিলত্তমা। পার্ক স্ট্রিট সহ শহরের বিভিন্ন প্রান্তে ক্রিসমাস উপলক্ষে প্রতিদিনই ভিড় করছেন হাজার হাজার শহরবাসী। আর সেই কারণে, ইতিমধ্যেই শহরের নিরাপত্তা নিয়ে ঘুম উড়েছে কলকাতা পুলিশের। পার্ক স্ট্রিটে বেসামাল ভিড় নিয়ন্ত্রিত রাখতে ইতিমধ্যেই আঁটসাঁট করা হয়েছে পার্কস্ট্রিটের নিরাপত্তা।

আজ বুধবার বড়দিন উপলক্ষে চৌরঙ্গী রোড থেকে উডস্ট্রিট হয়ে পার্ক স্ট্রিট সমেত মিডলটন স্ট্রিট একেবারে বন্ধ রাখা হবে। পাশাপাশি শহরের অন্য রাস্তাগুলিতেও থাকবে কড়া পুলিশি নজর। লালবাজারের তরফ থেকে জানানও হয়, আজ রাসেল স্ট্রিটে একেবারেই নো এন্ট্রি থাকবে। বন্ধ থাকবে লিটল রাসেল স্ট্রিট থেকে শেক্সপিয়ার সরণীর ক্রসিংও। একমাত্র হো চিন মিন সরণি থেকে পূর্ব দিকেই গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।