বর্ষবরণে অতিথি হতে চান, নজর কাড়ল কলকাতা পুলিশের নয়া পোস্ট
নতুন বছরকে আহ্বানের পালা। বর্ষবরণের (New Year) রাত মানেই তো উৎসবের রাত। বছর জুড়ে পাওয়া না পাওয়া দুঃখ ক্লান্তি গ্লানি, রাগ অভিমান সব ভুলে আরও নতুন কিছু পাওয়ার আনন্দে মেতে ওঠে বিশ্ববাসী। বর্ষবরণের রাতে কলকাতা (Kolkata) শহরের রাজপথে নামে মানুষের ঢল। শুধু শহর নয় জেলাবাসীও উৎসবের আনন্দে গা ভাসায়। লাগামহীন আনন্দে অনেকেই আইন ভাঙতে বেপরোয়া হয়ে ওঠেন। কেউ মত্ত অবস্থায় গাড়ি চালান, তো কেউ ট্রাফিক আইন ভাঙেন তো কেউ ইভটিজিংয়ের অভিযোগে অভিযুক্ত হন। আইন অমান্যকারীদের জন্য বর্ষবরণে রাতভর পুলিশ যে রাজপথের কড়া পাহারায় থাকবে। আইন ভাঙলেই শ্রীঘরে পাঠানো হবে। এবার এবিষয়ে কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে সোমবার সন্ধে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে। পুলিশের ‘অন্য ধরনে’র এই পোস্ট ইতিমধ্যে নজর কেড়েছে নেট নাগরিকদের।
কলকাতা পুলিশ জানিয়েছে, বর্ষবরণের রাতে একটি স্পেশাল পারফর্মম্যান্সের আয়োজন করতে চলেছে কলকাতা পুলিশ। আয়োজনটির নাম হল, ‘ডিজে ট্রাফিক কপস, কলকাতা’। পোস্টার লেখা- ‘বর্ষবরণের রাতে কলকাতা পুলিশের অতিথি হতে চেও না’। কী কী করলে পুলিশের অতিথি হতে পারেন, তার বিবরণে লেখা হয়েছে- ‘বেপরোয়া গাড়ি চালানো, মত্ত চালক, ট্রাফিক সিগন্যাল লঙ্ঘনকারী, বিনা হেলমেট এই সব নিয়ম ভঙ্গকারীরা বিনামূল্যে বর্ষবরণে পুলিশের অতিথি হতে পারেন’! কমেন্ট বক্সে হেসে লুটোপুটি খাচ্ছেন নেট নাগরিকরা।