Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ |
K:T:V Clock

১৬ ডিসেম্বর বন্ধ থাকবে টালা ট্যাঙ্কের জল পরিষেবা

Updated : 14 Dec, 2024 6:53 PM
AE: Samrat Saha
VO: Bhaswati Das
Edit: Aiyushe Maity

কলকাতা: ১৬ ডিসেম্বর অর্থাৎ সোমবার বন্ধ থাকতে চলেছে টালা ট্যাঙ্কের পক্ষ থেকে জল পরিষেবা। সেদিন সকাল ৬ টায় দেওয়া হবে জল, তারপর থেকেই বন্ধ থাকবে জল পরিষেবা। টানা একদিনের জন্য বন্ধ থাকবে জল পরিষেবা। আবার জল দেওয়া হবে ১৭ ডিসেম্বর সকাল ৬ টায়। পুরসভার তরফ থেকে এই কথা জানানও হয়েছে।

কিন্তু কেন একদিনের জন্য পুরসভার পক্ষ থেকে বন্ধ করা হচ্ছে জল পরিষেবা?

১৬ ডিসেম্বর টালা ট্যাঙ্কে রিপিয়ারিংয়ের কাজ হবে, আর তার জন্যই বন্ধ করা হবে একদিনের জল পরিষেবা। ৮ ফুটের যে জলের পাইপলাইন আছে তা সারানো হবে সেদিন বলে জানা যাচ্ছে। টালা ট্যাঙ্কের সঙ্গে পলতার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের সঙ্গে সরাসরি সংযুক্তিকরণ রয়েছে, সেটি ১৬ তারিখ সাফাইয়ের কাজ হবে বলে জানানও হচ্ছে।

পুরো ট্যাঙ্কের রক্ষণাবেক্ষণের কাজ চলবে বলে জানানও হয়। বরো নম্বর ১ থেকে ৭, এবং ৮ এর কিছু অংশে এবং কসবার  কিছু অংশে যে জল সাপ্লাই করা হয় তা ১৬ ডিসেম্বর ব্যহত থাকবে বলে জানানও হয়। জলের পাইপ লাইনের সংযোগস্থলে দেখা গিয়েছে চির সেগুলিই সারানো হবে সেদিন বলে পুরসভার পক্ষ থেকে জানানও হয়েছে। পুরসভার পক্ষ থেকে জানানও হয়েছে জুদ্ধকালীন তৎপরতায় এই কাজ সম্পূর্ণ করা হবে।