Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

হালকা ঠান্ডায় এখনও খুশি থাকতে হবে রাজ্যবাসীকে

Updated : 26 Dec, 2023 6:44 PM
AE: Hasibul Molla
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee

কলকাতা: বেশ কয়েকদিন জাঁকিয়ে ব্যাট করেছে শীত। ঠান্ডার মজা নিয়েছেন বঙ্গবাসী। হাওয়া অফিস বলছে হালকা ঠান্ডা নিয়েই এখনও খুশি থাকতে হবে বাঙালিকে। হালকা মিঠে রোদ গায়ে মেখে ক্রিসমাস ইভ কাটাল শহরবাসী। বলা যায় ২০২৩ এ উষ্ণ বড়দিন কাটাল বাংলা। কলকাতায় সোমবার স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি ছিল তাপমাত্রা। মঙ্গলবার তাপমাত্রা বাড়ল আরও ১ ডিগ্রি। মঙ্গলে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Temperature in Kolkata) ১৭.১, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে পিছু হঠেছে উত্তুরে হাওয়া। পুবালি হাওয়ার হাত ধরে হু-হু করে ঢুকছে জলীয় বাষ্প। তার জেরেই একটু একটু করে তাপমাত্রা বেড়ে চলেছে। কিন্তু সপ্তাহের শুরুতে কলকাতার আকাশ মেঘহীন থাকবে বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। ঠান্ডার আমেজ কিছুটা কম থাকবে দক্ষিণবঙ্গে।

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস ঢুকতে পারছে না। বাধা পাচ্ছে। তার ফলে পশ্চিমবঙ্গের তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি চলছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তিন থেকে চার ডিগ্রি স্বাভাবিকের থেকে কম থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতায় সব রাজ্যের বাকি জেলা গুলিতে সকাল-সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও, দিনের বেলায় শীত কার্যত উধাও। রাজ্যে আগামী কয়েক দিন এমনই থাকবে আবহাওয়া। সকালে হালকা মাঝারি কুয়াশা। কলকাতায় (Kolkata Winter Weather) সকালে হালকা মাঝারি কুয়াশা ও ধোঁয়াশা। পরে মূলত পরিষ্কার আকাশ।