Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ |
K:T:V Clock

পথের কাঁটা ঘূর্ণিঝড় ফেনজল, বঙ্গে থমকে শীত

Updated : 2 Dec, 2024 6:39 PM
AE: Krishnendu Ghosh
VO: Juhita Ghosh
Edit: Aiyushe Maity

কলকাতা: নভেম্বরের শেষটা বেশ ভালোই ছিল, বঙ্গবাসী মেঘ না চাইতেই বৃষ্টির মতো শীতের (Winter) আমেজ উপভোগ করছিল। গায়ে হুডি, শাল, সোয়েটার চাপিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছিল প্রায় কম বেশি সকলেই। ভাবটা এমন যে,বাঁচা গেছে সেই কাঁদিয়ে দেওয়া গরম টা গেছে এবার বেশ ভালোই শীত উপভোগ করা যাবে।

কিন্তু পথে বাধা হয়ে দাঁড়াল বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণিঝড় ফেনজল (Cyclone Fenjol)। ফলে থমকে শীত।  যদিও তার দূরত্ব বঙ্গ উপকুল থেকে এতটাই দূরে ছিল যে পরোক্ষ প্রভাব পড়ার কথা থাকলেও সেভাবে পড়েনি। মাঝ খান থেকে শীতের আমেজটা উবে গেছে। বেশ কিছুটা বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা ।

আলিপুর আবহাওয়া দফতর বলছে চলতি সপ্তাহের পুরোটাই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী চার-পাঁচ দিন দু-এক ডিগ্রি তাপমাত্রায় হেরফের হতে পারে তবে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই । তবে আশার বাণী এটাই যে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে পারদ পতন একটু বেশি হতে পারে ।

ফলে থমকে যাওয়া শীতের স্পেল নতুন উদ্যোমে ব্যাটিং শুরু করবে। আকাশ রৌদ্রজ্জ্বল থাকবে।

এই ঠান্ডার হাওয়ার পেছনে ঘূর্ণিঝড়ের কারণে বঙ্গের বাতাসে ঢুকে পড়া প্রচুর জলীয় বাষ্প এসেছে। ফলে আপাতত শুষ্ক আবহাওয়ায় শীত প্রবেশের শুরু বলে ধরে নেওয়া হচ্ছে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের আগে শীত পড়ার সেভাবে সম্ভাবনা নেই। তবে কুয়াশা দেখা দেবে পাহাড় ও সমতলে। কয়েক জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে ।

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপু্‌র, মালদা এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়াতে কুয়াশার সম্ভাবনা বেশি । বেলায় মেঘমুক্ত আকাশ থাকবে, তার সঙ্গে ঠান্ডার আমেজ থাকবে।

আজ সোমবার দিনের আকাশ ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন । বেলায় আংশিক মেঘাচ্ছন্ন । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি এবং ১৯ ডিগ্রির আশেপাশে ঘোরাঘুরি করবে।