Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

পুজো উপলক্ষে নতুন সাজে সাজছে কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম

Updated : 19 Oct, 2023 6:40 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা: দুর্গাপুজোর (Durga Puja 2023) সাজে সেজে উঠেছে কলকাতা (Kolkata)। আলোর রোশনাই ভরে গিয়েছে শহর। আর এই পুজোয় কলকাতার ট্রামও (Tram) সেজে উঠছে ঐতিহ্যের সাজে। শহর কলকাতার ঐতিহ্যবাহী ট্রামকে মানুষের কাছে আরও আকর্ষণীয় ও জনপ্রিয় করে তুলতে এবার উদ্যোগ নিল রাজ্য পরিবহন বিভাগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মেনে ট্রামগুলিকে নতুন রঙে রাঙিয়ে তুলে মানুষের কাছে আরও আকর্ষণীয় গড়ে তোলার কাজ শুরু হল এদিন।

রাজ্যের পরিবহন মন্ত্রীর স্নেহাশীষ চক্রবর্তী ও ডব্লু বিটিসিয়ের চেয়ারম্যান মদন মিত্রের উপস্থিতিতে ধর্মতলার ট্রাম টার্মিনাসে সেই ধরনেরই রঙিন ট্রামের শুভ সূচনা করা হল। উপস্থিত ছিলেন রাজ্য পরিবহন নিগমের উচ্চপদস্থ আধিকারিক বৃন্দ। এদিন ট্রামের শুভ সূচনা করে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি বলেন, শহর কলকাতায় ঐতিহ্যবাহী ট্রাম চালানোর ইচ্ছে থাকলেও যেহেতু রাস্তায় পর্যাপ্ত জায়গা নেই এবং যানবাহনের সংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে, তাতে যানজটের সৃষ্টি হচ্ছে। এই কারণেই শহরের অত্যন্ত জনবহুল এলাকাগুলি থেকে কিছু ট্রামের রুট তুলে নেওয়া হবে। যদিও বাকি রুটগুলিতে ট্রাম শুধু চালানোই নয়, আকর্ষণীয় রঙে তাকে রাঙিয়ে মানুষের আনন্দ উপভোগ করার জন্য পাশাপাশি তিনি এই বিষয়টিও পরিষ্কার করে দিয়েছেন, যে শহর কলকাতা থেকে কোনদিনই ট্রামকে তুলে নেওয়ার পরিকল্পনা রাজ্য সরকারের নেই।