Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ |
K:T:V Clock

ভারতের মুকুটে নয়া পালক! র‍্যাপিড দাবায় চ্যাম্পিয়ন ভারত

Updated : 29 Dec, 2024 3:52 PM
AE: Samrat Saha
VO: Juhita Ghosh
Edit: Mousumi Biswas

নয়া দিল্লি: বিশ্ব ৱ্যাপিড দাবায় দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলেন ভারতের মহিলা গ্র্যান্ডমাস্টার কোনেরু হাম্পি (Koneru Humpy)। শেষ রাউন্ডে আইরিন সুকন্দরকে হারিয়ে খেতাব নিশ্চিত করেন হাম্পি। ২০১৮ সালে ৱ্যাপিড দাবার খেতাব জিতেছিলেন বছর ৩৭-এর দাবাড়ু। ভারতীয় দাবায় নতুন করে ইতিহাস গড়লেন হাম্পি।

দিনকয়েক আগে ক্লাসিক দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের ১৮ বছরের দাবাড়ু ডি গুকেশ। ভারতীয় দাবায় জয়যাত্রা বজায় রাখলেন হাম্পি। বিশ্বের দ্বিতীয় মহিলা দাবাড়ু হিসাবে একাধিকবার বিশ্ব ৱ্যাপিড দাবা চ্যাম্পিয়ন হলেন তিনি। এর আগে ছিলেন চিনের জু ওয়েনজুনের।

নিউইয়র্কের প্রতিযোগিতায় শেষ রাউন্ডে ঘুঁটি নিয়ে খেলতে হয় হাম্পিকে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য আইরিনের বিরুদ্ধে জিততেই হত ভারতীয় গ্র্যান্ডমাস্টারকে। একেবারেই নিরাশ করেননি হাম্পি। ১১ রাউন্ডের লড়াইয়ে ভারতের এক নম্বর মহিলা গ্র্যান্ডমাস্টারের সংগ্রহ ৮.৫ পয়েন্ট।

প্রসঙ্গত, ২০১২ সালে প্রতিযোগিতায় প্রথম খেলেছিলেন হাম্পি। সে বার তিনি তৃতীয় হন। নিজের যেটা খেতাব জেতার জন্য তাঁকে অপেক্ষা করতে হয়েছিল ২০১৯ সাল পর্যন্ত। ২০২৩ সালে অল্পের জন্য খেতাব হাতছাড়া হয় তাঁর। রাশিয়ার আনাস্তাসিয়া বোডনারুকের কাছে টাইব্রেকারে হেরে রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল হাম্পিকে। তবে এবার আর হতাশ করলেন না। ভারতীয় দাবা নিয়ে নয়া নজির গ্র্যান্ডমাস্টার কোনেরু হাম্পির।