সপ্তাহান্তে ঘুরে আসুন বাঁকুড়ার এই অফবিটে
কলকাতা: শরতের উৎসবের মরসুম শেষ হতে না হতেই হৈমন্তিক অনুভূতিকে সঙ্গে নিয়ে শুরু হয়ে যায় শীতের প্রস্তুতি। শীতকাল মানেই সুস্বাদু খাবার, পিকনিক, পার্টি, রংচঙে গরম পোশাক, বেড়াতে যাওয়া আর মন জুড়ে আনন্দ শুধুই আনন্দ। নিশ্চয়ই ভাবছেন এবার শীতে কোথায় যাবেন? চিন্তা নেই! এবারের সপ্তাহান্তে ছুটি কাটাতে যেতে পারেন বাঁকুড়ার (Bankura) কোড়ো পাহাড়ে (Koro Pahar)।
বাঁকুড়া শহর থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরত্বে অবস্থিত কোড়ো পাহাড়। সবুজে ঢাকা ছোট্ট পাহাড়। উচ্চতা খুব বেশি হলে ৫০০ ফুট হবে। আশেপাশে শহুরে কোলাহল বা খুব বেশি জনবসতি নেই। পাহাড়ের এক পাশ দিয়ে নিশ্চুপে বয়ে চলেছে শালি নদী। তার পাশ দিয়ে লাল মাটির রাস্তা চলে গিয়েছে জঙ্গলের মধ্যে। এই পথ ধরে বড় বড় পাথরের চাঁই ডিঙিয়ে একদম পাহাড়ের মাথায় ওঠা যায়। পাহাড়ের চূড়ায় বাস অষ্টভূজা পার্বতীর মন্দির। তার পাশাপাশি এই পাহাড়ে একটি আশ্রমও রয়েছে। সকাল ৯টা থেকে বেলা ১১টা এবং দুপুর ৩টে থেকে বিকাল ৫টা পর্যন্ত মন্দিরের দরজা খোলা থাকে। তবে, শীতের সময় তাড়াতাড়ি সন্ধ্যা নামলে মন্দিরের দরজাও বন্ধ হয়ে যায়।