ছড়ালেন হ্যাপি ভাইবস, বোল্ড লুকে ধরা দিলেন কৃতি
Updated : 2 Jan, 2024 8:41 PM
AE: Hasibul Molla
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee
মুম্বই: ২০০৯-এ তেলুগু ছবি ‘বনি’ অভিনয় জগতে পা রাখেন অভিনেত্রী কৃতি খারবান্দা (Kriti Kharbanda)। তারপর থেকে কাজ করেছেন একাধিক তেলুগু, তামিল, কন্নড় এবং হিন্দি ছবিতে। প্রথম জীবনে মডেলিং-এর কাজ করতেন তিনি। ভীম জুয়েলার্স, স্পার, ফেয়ার অ্যান্ড লাভলির মতো জনপ্রিয় ব্র্যান্ডের জন্য কাজ করেছেন তিনি।
ইমরান হাশমির ছবি ‘রাজ: রিবুট’ দিয়ে বলিউডে অভিষেক হয় অভিনেত্রীর। এ পর্যন্ত প্রায় ২৮টি ছবিতে কাজ করেছেন কৃতি। বলি ছবির দুনিয়ায় ‘হাউসফুল ৪’ ও ‘পাগলপান্তি’ সিনেমার জন্য তিনি সুপরিচিত।
Tags: