চাকরির রাজনীতি করে টাকা লুটছেন কিছু আইনজীবী, অভিযোগ কুণালের
পূর্ব মেদিনীপুর: ছেলেমেয়েদের চাকরির রাজনীতি করে নিজেদের টাকা লুটছেন কিছু আইনজীবী (Lawyer)। চাকরিপ্রার্থী-শিক্ষামন্ত্রী বৈঠক প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) কটাক্ষের পাল্টা কুণাল ঘোষ (Kunal Ghosh)। চাকরিপ্রার্থীদের সঙ্গে কুণাল ঘোষ ও শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর বৈঠক প্রসঙ্গে বিরোধী দলনেতা অশ্বডিম্ব বলে কটাক্ষ করেছিলেন। তারই প্রতিক্রিয়ায় তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষ বাজকুলে মিলন মেলার উদ্বোধনে এসে বলেন, এটা হচ্ছে শকুনির রাজনীতি। কোনও একটা আইনি জট আছে, চাকরি প্রার্থীরা তাঁদের মঞ্চে রয়েছেন তাঁরা আন্দোলন করছেন। জটিল আইনি জট আছে সেই আইনি জট রাতারাতি খোলা কম কথা নয়, চেষ্টা চলছে। সরকার পক্ষ বা তৃণমূল কংগ্রেস জট খুলে চাকরিটা দেওয়ার চেষ্টা করছে। শিক্ষামন্ত্রী বৈঠক করছেন, তখন এই শকুনিরা চাইছেন ছেলে মেয়েগুলোর যেন চাকরি না হয়।
কারণ ধরনা মঞ্চ থাকলে বক্তৃতা দিতে পারবে বিরোধীরা। এই সিপিএম ধরনা মঞ্চেও যাচ্ছে, আবার এঁদের উকিলরা আবার নানা রকম মামলা করে আইনি জট পাকিয়ে দিয়ে মামলাগুলোকে আটকে দিচ্ছেন। তিনি আরও বলেন, এমনই অভিযোগ উঠে আসছে তথাকথিত বিপ্লবী কিছু উকিল তাঁরা তো আমরা চাকরির বিষয়টা দেখছি বলে একের পর এক ছেলেকে ভুল বুঝিয়ে তাঁদের কাছ থেকে বিপুল টাকা রোজগার করছে। কিছু কিছু আইনজীবী সম্পর্কে অভিযোগ আসছে যাঁরা সরকার বিরোধী বলে পরিচিত, তাঁরা আমরা ওই প্যানেল ঠেকিয়ে দিচ্ছি বলে একের পর এক ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করে তাঁদের কাছ থেকে টাকা নিয়ে নিজেদের এবং নিজেদের জুনিয়রদের সমৃদ্ধ করছে।