Placeholder canvas
কলকাতা রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন কুন্তল ঘোষ

Updated : 29 Nov, 2024 5:27 PM
AE: Krishnendu Ghosh
VO: Subhangi Mukhopadhay
Edit: Aiyushe Maity

কলকাতা: অবশেষে কুন্তল ঘোষের জেলমুক্তি। নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের পর এবার সুপ্রিম কোর্ট থেকে মুক্তি পেলেন কুন্তল ঘোষ। ইডির দায়ের করা মামলার পর এবার সিবিআইয়ের দায়ের করা মামলাতেও সর্তসাপেক্ষে মুক্তি পেলেন কুন্তল ঘোষ।

নিয়োগ দুর্নীতি মামলায় ইডি ও সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন কুন্তল ঘোষ। অবশেষে তিনি মুক্তি পেলেন সেই মামলা থেকেই। এর আগে ইডির দায়ের করা মামলাতে জামিন পেয়েছিলেন কুন্তল ঘোষ, এবার সিবিআইয়ের দায়ের করা মামলাতেও জামিন পেলেন কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন কুন্তল ঘোষ। অবশেষে দুই কেন্দ্রীয় এজেন্সির দায়ের করা মামলাতেই জামিন পেলেন তিনি। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তাঁর জামিন মঞ্জুর করা হল।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ২০২৩ সালে গ্রেফতার করা হয় কুন্তল ঘোষকে। দুই কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থার পক্ষ থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। অবশেষে দুই কেন্দ্রীয় সংস্থার পক্ষের মামলা থেকে মুক্তি পেলেন তিনি। ১৯ মাস পর অবশেষে মুক্তি পেলেন তিনি।

ইডির দায়ের করা মামলায় কিছুদিন আগেই জামিন পান কুন্তল ঘোষ। এবার নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের দায়ের করা মামালাতেও জামিন পেলেন তিনি। প্রথমে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন কুন্তল ঘোষ নিয়োগ দুর্নীতি মামলায়, পরে তাঁকে হাফাজতে নেয় ইডিও। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছিল কুন্তল ঘোষের। অবশেষে মুক্তি পেলেন তিনি। অবশেষে দুটি মামলা থেকেই জামিন পেলেন কুন্তল ঘোষ।