লক্ষ্যে অবিচল থেকে ইতিহাস গড়লেন লক্ষ্য সেন
লক্ষ্যে অবিচল থেকে ইতিহাস সৃষ্টি করলেন লক্ষ্য সেন। ভারতের প্রথম পুরুষ ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে অলিম্পিক্সের সেমিফাইনালে উঠলেন তিনি। কোয়ার্টার ফাইনালে প্রথম গেমে পিছিয়ে পড়েছিলেন ২২ বছরের শাটলার, সেখান থেকে দুর্দান্ত কামব্যাক করলেন। তার পরের দুই সেটে প্রতিপক্ষ চীনা তাইপেইয়ের চোউ তিয়েন-চেনকে স্রেফ উড়িয়ে দিলেন। লক্ষ্যের পক্ষে ম্যাচের ফলাফল ১৯-২১, ২১-১৫, ২৪-১২।
ফলাফল দেখেই বোঝা যাচ্ছে কীভাবে ম্যাচের রাশ ক্রমশ নিজের দিকে টেনে এনেছেন লক্ষ্য। প্রথম গেমে হাড্ডহাড্ডি লড়াই হয়। এক সময় স্কোর ছিল ১৮-১৮। সেখান থেকে পরপর দুই পয়েন্ট নিয়ে নেন তিয়েন-চেন। এরপর লক্ষ্য এক পয়েন্ট পেলেও তারপরেই প্রথম গেম পকেট পুরে নেন তিনি। সে সময় আশঙ্কা হচ্ছিল, পি ভি সিন্ধুর মতো লক্ষ্যকে নিয়েও না মন খারাপ হয়ে যায়। কিন্তু আলমোড়ার তরুণের মানসিক কাঠিন্য তারিফ করার মতো। সেই সঙ্গে শারীরিক সক্ষমতা এবং স্ট্যামিনাও অসাধারণ।
সেমিফাইনালে লক্ষ্যের সামনে সিঙ্গাপুরের লো কিন ইউ (র্যাঙ্কিং ১২) এবং ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের (র্যাঙ্কিং ২) মধ্যে একজনের। ওই ম্যাচ জিতলে সোনা বা রুপো নিশ্চিত। হারলে ব্রোঞ্জ পদকের জন্য লড়ার সুযোগ পাবেন।