Placeholder canvas
কলকাতা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

লালু প্রসাদ যাদবের বায়োপিকে পঙ্কজ ত্রিপাঠি!

Updated : 28 Oct, 2023 6:02 PM
AE: Hasibul Molla
VO: Anannya Ghosh
Edit: Silpika Chatterjee

বর্ণময় রাজনৈতিক ব্যক্তিত্ব লালু প্রসাদ যাদবের। অবশ্যই বিহারের অবিসংবাদী নেতা। মুখ্যমন্ত্রী থেকে কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং সেই সঙ্গে দুর্নীতিতে নাম জড়ানো ও জেল। তিনি পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হয়ে জেল খেটেছেন।
এবার এই বর্ণময় বিতর্কিত রাজনৈতিক চরিত্রর বায়োপিক তৈরি হবে। লালু প্রসাদের ভূমিকায় দেখা যাবে বিহারের ভূমিপুত্র জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে।

রাজনীতির ময়দানে লালু প্রসাদ সব সময়ই যথেষ্ট জনপ্রিয়। আর যদি চিফ ের রঙিন রাজনৈতিক সফর থেকে শুরু করে ব্যক্তিগত জীবন কাহিনী এবার পর্দায় ফুটে উঠবে। জানিয়ে দর্শকদের মধ্যে যথেষ্ট উন্মাদনা তৈরি হয়েছে। বলিউডের গুঞ্জন যে বেশ কয়েক মাস ধরে নাকি লালুর জীবন কাহিনীর চিত্রনাট্য তৈরীর কাজ চলছে। ঘনিষ্ঠ সূত্রের খবর থেকে সবুজ সংকেত পাওয়া গেছে। জনপ্রিয় পরিচালক প্রযোজক প্রকাশ ঝা এই বায়োপিকের কাজ করবেন। এই বায়োপিকে লালুর জীবনের অনেক অজানা তথ্য দেখা যাবে।
প্রসঙ্গত,অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী লালু প্রসাদ যাদবের বা পিক ছাড়াও ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর বায়োপিকে কাজ করছেন।