‘লং কোভিড’ থেকে সাবধান, দেখেনিন লক্ষণগুলি
দীর্ঘমেয়াদি কোভিড বা ‘লং কোভিড’ হল কোভিডের এক বিরল ধরণ। বিশেজ্ঞরা জানিয়েছে ,মাত্র ১০ মিনিট দাঁড়ানোর পর এই লং কোভিড-এ আক্রন্ত হতে পারেন রোগীরা। যার ফলে পা নীল হয়ে পড়ে। সম্প্রতি ব্রিটেনের ইউনিভার্সিটি অফ লিডসের গবেষণায় এই তথ্য উঠে এসেছে। সেখানেই এক ৩৩ বয়সী লং কোভিডে আক্রান্ত রোগীর কথা বলা হয়েছে। অ্যাক্রোসায়ানোসিসে ভুগছিলেন ওই রোগী। যার জেরে তাঁর পায়ের ধমনীতে রক্ত জমাট বাঁধতে শুরু করে। ওই রোগী জানান, কোভিডের আগে তাঁর পায়ে এমন বর্ণ তিনি দেখেননি।
কি করে বুঝবেন আপনি লং কোভিডে আক্রান্ত হয়েছেন কি না? ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য সেবার তথ্য অনুযায়ী লক্ষণগুলো হচ্ছে:
১. চরম ক্লান্তি বা অবসন্নতা।
২. শ্বাস নিতে কষ্ট বা হাঁপিয়ে ওঠা, হৃৎপিণ্ডের ঘন ঘন স্পন্দন বা বুক ধড়ফড় করা, বুকে ব্যথা বা টানটান ভাব।
৩. স্মৃতি শক্তি বা মনঃসংযোগের সমস্যা – যাকে বলা হয় ‘ব্রেন ফগ’ বা বোধশক্তি ঝাপসা হয়ে যাওয়া।
৪. স্বাদ ও গন্ধের অনুভূতিতে পরিবর্তন।
৫. হাড়ের জোড়ায় ব্যথা।
উল্লেখ্য, বছর তিনেক আগে, চিন থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল করোনা ভাইরাস (Coronavirus)। লকডাউন, সামাজিক দূরত্ববিধি, করোনা টিকাকরণ- পার করে সংক্রমণ অনেক টাই নিয়ন্ত্রণে। তবে এরই মাঝে মিলছে নতুন নতুন ভেরিয়েন্ট। লং কোভিড তার মধ্যেই একটা।