Placeholder canvas
কলকাতা শনিবার, ২৭ জুলাই ২০২৪ |
K:T:V Clock

শনিবার শেষ দফার ভোটে রাজ্যে ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

Updated : 29 May, 2024 8:54 PM
AE: Pratyay Das
VO: Ananya Das
Edit: Silpika Chatterjee

শনিবার রাজ্যের ৯ কেন্দ্রে শেষ দফার নির্বাচন (Last Phase LokSabha Election 2024)। শেষ দফার ভোট হিংসাহীন করতে মরিয়া নির্বাচন কমিশন (Election Commission)। সেই দিকে নজর রেখেই ভোট সপ্তমীতে বাড়ছে বাহিনীর সংখ্যা। শেষ দফার ভোটের চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার বৈঠক করে কমিশন। রাজ্যে নিযুক্ত নির্বাচন কমিশনের বিশেষ সাধারণ পর্যবেক্ষক এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক (Special Police Observer) রাজ্যের মুখ‌্য নির্বাচন আধিকারিকের (Chief Electoral Officer) দফতরের কর্তাদের সঙ্গে বৈঠক করেন।  বৈঠকে বলা হয়েছে, শেষ দফার ভোটে রাজ্যে হিংসা ও অশান্তি রুখতে কমিশন বদ্ধপরিকর। মানুষ যাতে ভয়হীন হয়ে বুথমুখি হয়, তার জন্য সমস্ত ব্যবস্থা করতে হবে। কমিশন সূত্রের খবর, শেষ দফার ভোটে রাজ্যে ৯ কেন্দ্রে ৯৬৭ কোম্পানি অর্থাৎ ৭৭ হাজারেরও বেশি আধাসেনা মোতায়েন থাকবে। তার মধ্যে শুধু   কলকাতা পুলিশ নিয়ন্ত্রিত এলাকায় মোতায়েন করা হবে ২৪৬ কোম্পানি আধাসেনা। সঙ্গে থাকবেন প্রায় সাড়ে ১১ হাজার   কলকাতা পুলিশের কর্মী। পাশাপাশি ৫৯৯টি কুইক রেসপন্স টিম রাস্তায় টহল দেবে। এই ৯ কেন্দ্রে মোট কিউআরটির সংখ‌্যা ১৯৫০।