Placeholder canvas
কলকাতা রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

সলমনের ‘ত্রাস’ লরেন্স বিষ্ণোই! জেলে থেকেও অপরাধ সাম্রাজ্য চালাচ্ছেন কীভাবে?

Updated : 29 Nov, 2024 4:37 PM
AE: Krishnendu Ghosh
VO: Subhangi Mukhopadhay
Edit: Aiyushe Maity

বলিউডের ভাইজান সলমন খানকে (Salman Khan) নিত্যদিন মৃত্যু হুমকি দিয়ে চলেছেন লরেন্স বিষ্ণোই (Lawrence Bishnoi) বলিউড (Bollywood) তারকার উপর বেশ কয়েকবার হামলার ছকও কষা হয়েছে। শুধু তাই নয়, পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ড থেকে শুরু করে মহারাষ্ট্রের নেতা বাবা সিদ্দিকিকে খুন করার পরিকল্পনা— বিশ্নোই গ্যাংয়ের নাম উঠে এসেছে একাধিক অপরাধে। বর্তমানে গুজরাতের সবরমতী জেলে বন্দি এই অপরাধচক্রের নেতা। এর আগে দীর্ঘদিন তিহাড় জেলেও বন্দি ছিলেন তিনি। কিন্তু, জেলবন্দি থেকেও লরেন্স বিশ্নোই কীভাবে অপরাধের নেতৃত্ব দিচ্ছেন, তা নিয়ে উঠছে নানা প্রশ্ন।

লরেন্স বিশ্নোই জেলে থেকেও নিজের গ্যাংয়ের মাধ্যমে অপরাধ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ। ভারতীয় ব্যবসায়ীদের ফোন করে টাকা চাওয়ার ঘটনা এখন সাধারণ হয়ে দাঁড়িয়েছে। এসব কর্মকাণ্ডে তাঁর দলের সদস্যদের নাম জড়াচ্ছে। এতদিন বিদেশের মাটি থেকে বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণের খবর শোনা গেলেও, এবার দেশের জেল থেকেই পরিচালিত হচ্ছে একাধিক অপরাধ। বিশ্নোইয়ের প্রভাব এবং কর্মকাণ্ড নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।