Placeholder canvas
কলকাতা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

Panchayat Election | পঞ্চায়েত ভোটের কারণে ছুটি বাতিল, বিজ্ঞপ্তি দিয়ে জানাল লালবাজার

Updated : 17 Jun, 2023 12:58 AM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা: ছুটি বাতিল কলকাতা পুলিশের। আগামী পঞ্চায়েত নির্বাচনের কারণে কলকাতা পুলিশের ছুটি বাতিল করলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আগামী ১ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত কোনও ছুটি নিতে পারবেন না পুলিশ কর্মীরা। শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে এমনই জানিয়েছে লালবাজার।

এদিন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নির্দেশ, জয়েন্ট সিপি, জয়েন্ট সিপি ইন্টেলিজেন্স, সব ডেপুটি ও অ্য়াসিসট্যান্স কমিশনারের উদ্দেশে এই নির্দেশ দেওয়া হয়েছে। যেকোনও মুহূর্তে আইনশৃঙ্খলা জারি হতে পারে, তাই ফোর্সকে প্রস্তুত থাকতেও বলা হয়েছে। যে কোনও সময় মুভ করতে হতে পারে, তাই আগামী ১ জুলাই থেকে ১৩ জুলাই কোনও ছুটি নওয়া যাবে না বলে নির্দেশ কলকাতা পুলিশের কমিশনারের। পাশাপাশি আগে থেকে যাঁরা ছুটি নিয়েছেন, তাঁদের ক্ষেত্রেও ওই ছুটি বাতিল করার নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল।  

রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে যে অশান্তির ছবি সামনে এসেছে তাতে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে বিরোধীরা। প্রশ্ন উঠেছে, ভোটের আগেই শাসক-বিরোধী সন্ত্রাসে উত্তপ্ত হচ্ছে রাজ্য জুড়ে, তাহলে ভোট ও নির্বাচনের দিন কী হতে পারে? সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত কে করবে? সেইসঙ্গে রাজ্যজুড়ে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে, তার প্রেক্ষিতে বিরোধীরা আদালতের দ্বারস্থ হয়। গতকালই এই মামলায় আগামী পঞ্চায়েত নির্বাচনে রাজ্যজুড়ে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের নির্দেশ দেয় হাইকোর্ট।