Placeholder canvas
কলকাতা শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

মুর্শিদাবাদে বাম, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান

Updated : 1 Mar, 2024 9:06 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

বহরমপুর: মুর্শিদাবাদে (Murshidabad) লোকসভা ভোটের (Loksabha Vote) আগে বড় ধাক্কা বাম (Left), কংগ্রেসে (Congress)। বাম, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বহু কর্মী সমর্থক। বাম কংগ্রেস ছাড়লেন এবং তৃণমূলে যোগদান করলেন পাঁচ শতাধিক কর্মী সমর্থক, দাবি বিধায়ক সৌমিক হোসেনের। লোকসভা ভোটের আগে রানীনগর বিধানসভার ধুলাউড়ি অঞ্চলের একই দিনে দুটি পৃথক জায়গায় ৫০০ বাম, কংগ্রেস কর্মী সমর্থকের তৃণমূলে যোগদান। আবারও শক্তি হারাল বিরোধী শিবির, শক্তি বৃদ্ধি তৃণমূলের। বিধায়কের পাশাপাশি জেলা পরিষদ সদস্য তজিমুদ্দিন খান এবং অঞ্চল সভাপতি শফিকুল মোল্লাও ছিলেন এই যোগদানে। আগামীতে আরও বড় যোগদান সভা হবে বলে ইঙ্গিত বিধায়কের। উন্নয়ন দেখেই তৃণমূলের যোগ বলে জানিয়েছেন যোগদানকারীরা।

এই রাজ্যে ক্ষয়িষ্ণু কংগ্রেসের শক্তি যে কয়েকটি এলাকায় এখনও বজায় রয়েছে তার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ জেলা। যা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর গড় বলে পরিচিত। সম্প্রতি মুর্শিদাবাদে মিটিং, মিছিলে লোকের বহর দেখে বামেদের শক্তি সাম্প্রতিক অতীতের চেয়ে বৃদ্ধি পেয়েছে বলে রাজনৈতিক মহল মনে করছে। এখনও পর্যন্ত কংগ্রেস বামেদের সঙ্গে জোট গড়ে ভোটে লড়তে চায় বলে জানাচ্ছেন অধীর চৌধুরী। যদিও সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব চাইছে তৃণমূলের সঙ্গে জোট করতে। এই আবহে বাম, কংগ্রেস ছেড়ে সমর্থকদের তৃণমূলে যোগদান তাৎপর্যপূর্ণ।