হার থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলুন, বিরোধীদের বার্তা প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি: সংসদের শীতকালীন অধিবেশন (Winter Session of Parliament) শুরু হল সোমবার। তার আগে নতুন সংসদ ভবন চত্বরে বিরোধীদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রধানমন্ত্রী বলেন, যখন সুশাসন হয়, তখন সরকারের উপরে অনাস্থা শব্দটাই অপ্রাসঙ্গিক হয়ে যায়। আমরা লাগাতার দেখছি, অনুভব করছি সুশাসনের প্রভাব কতটা। বিপুল জনসমর্থন নিয়ে আমরা ক্ষমতায় এসেছি। নেতিবাচক মনোভাব বদলে পজিটিভ হোক বিরোধীরা। এই পরাজয় থেকে শিক্ষা নিক বিরোধীরা। ৩ রাজ্যে বিজেপির জয় বিরোধীদের জন্য সুবর্ণ সুযোগ। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও বলছি, গণতন্ত্রে বিরোধীরাও মূল্যবান। নিজেদের অভ্যাস বদলান, হার থেকে হতাশা হতেই পারে
এদিন প্রধানমন্ত্রী স্পষ্টতই বলেন, এই পরাজয় নিয়ে রাগ না দেখিয়ে নির্বাচনের ফল থেকে শিক্ষা নিন। বিগত ৯ বছর ধরে যে সমালোচনা করেছেন, তা পরিত্যাগ করে ইতিবাচক কথা বলুন। হার থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলুন। শুধু বিরোধিতায় গলা ফটাানো রাগ দেখানোয় লাভ নেই।