
English Premier League | লিভারপুলের অবিশ্বাস্য জয়, জিতল দুই ম্যাঞ্চেস্টার
লিভারপুল: ইংলিশ প্রিমিয়ার লিগ (EPL) এমনিতেই উত্তেজক। প্রতিদ্বন্দ্বিতায় অন্য কোনও ফুটবল লিগ এর তুলনাতে আসে না। এই লিগ আরও উত্তেজক, ধুন্ধুমার হয়ে ওঠে মরশুমের শেষের দিকে এসে। কারণ, তখন নিজের নিজের লক্ষ্যপূরণে মরিয়া হয়ে ওঠে ক্লাবগুলো। কারও লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়ার তো কারও লক্ষ্য থাকে অবনমন বাঁচানোর। লিভারপুল (LFC) এবং টটেনহ্যামের (Tottenham) এবারের লক্ষ্য যেমন যে করে হোক প্রথম চারে শেষ করা। জিততে মরিয়া দুই দল মুখোমুখি হয়েছিল রবিবার সন্ধেয়।
অবিশ্বাস্য খেলা হল। ম্যাচে মোট সাত গোল হল। শেষ মুহূর্তের গোলে ৩ পয়েন্ট পেল লিভারপুল, খেলার স্কোর ৪-৩।
ম্যাচের দুই মিনিটের মধ্যেই লিভারপুলের হয়ে গোল করেন কার্টিস জোনস। তার দুই মিনিটের মধ্যেই ২-০ করেন বহুদিন পর চোট সারিয়ে ফিরে আসা লুইস দিয়াজ। ১৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে ৩-০ করেন মহম্মদ সালাহ (Mohammad Salah)। অ্যানফিল্ড স্টেডিয়াম (Anfield Stadium) তখন আনন্দে কাঁপছে। কে জানত খেলার এমন নাটকীয় পট পরিবর্তন হবে!
৩ গোল খেয়ে সম্বিত ফেরে টটেনহ্যামের। পাল্টা আক্রমণ শুরু করে তারা। সন হিউং মিনের (Son Heung Min) দুটো শট পোস্টে লেগে ফিরে আসে। অবশেষে ৪০ মিনিটের মাথায় ভাগ্য সহায় হয়। ইভান পেরিসিচের ক্রস থেকে গোল করেন হ্যারি কেন (Harry Kane)। দ্বিতীয়ার্ধ শুরু হতে ফের চাপ বাড়ায় টটেনহ্যাম। ফসল আসে ৭৭ মিনিটে, গোল করেন সন।
এরপর খেলা হচ্ছিল টেনিসের মতো, বল একবার এ প্রান্তে, পরমুহূর্তেই ও প্রান্তে। ৯০ মিনিট শেষ হয়ে যাওয়ার পর সংযুক্ত সময়ের তিন মিনিটে হেডে গোল করেন পরিবর্ত হিসেবে নামা রিচার্লিসন (Richarlison)। ৩ গোলে পিছিয়ে থাকা টটেনহ্যাম সমতা ফেরায়। নাটকের তখনও বাকি ছিল, ৩-৩ হওয়ার কয়েক সেকেন্ড পরে লুকাস মৌরার মিস পাস ধরে ৪-৩ করেন দিয়েগো জটা (Diego Jota)।
এদিকে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ার পথে আরও এক পা বাড়াল ম্যাঞ্চেস্টার সিটি (Man City)। ফুলহ্যামকে ২-১ হারাল পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) দল। ৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে এক নম্বরে তারা। ৩৩ ম্যাচে ৭৫ পয়েন্ট পেয়ে দুইয়ে আর্সেনাল (Arsenal)। তিনে নিউকাসল, ৩৩ ম্যাচে তাদের সংগ্রহ ৬৫ পয়েন্ট। ৩২ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। টটেনহ্যামকে হারিয়ে ৩৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে পাঁচে লিভারপুল। এক ম্যাচ বেশি খেলে ৫৪ পয়েন্ট নিয়ে ছয়ে টটেনহ্যাম।