Placeholder canvas
কলকাতা শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

৮ বার ব্যালন ডি’ওর জিতলেন মেসি

Updated : 1 Nov, 2023 3:20 AM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Subhadeep Banerjee

অষ্টম ব্যালন ডি’ওর (Ballon d’Or) জিতলেন আর্জেন্তেনিয় তারকা লিওনেল মেসি (Lionel Messi)। ২ বছর আগে জিতেছিলেন শেষবার। গত বছর ব্যালন ডি’ওর জিতেছিলেন করিম বেঞ্জেমা (Karim Benzema)। সাফল্যের মঞ্চ আরও একবার দখলে নিলেন বিশ্বকাপজয়ী ফুটবলার। সর্বোচ্চ আটটি ব্যালন ডি’ওর জিতে ধরা ছোঁয়ার বাইরে চলে গেলেন মেসি।

৩৬ বছর বয়সে আটবার এই খেতাব জিতে সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে আর এক রেকর্ড মেসির। বার্সেলোনা, পিএসজি ছেড়ে এখন ইন্টার মায়ামিতে খেলছেন তিনি। তিনটে ক্লাবের হয়ে ব্যালন ডি’ওর জেতার রেকর্ডও করলেন ম্যাজিক ম্যান।