Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

জাল লটারি কারখানার হদিস মুর্শিদাবাদের সামসেরগঞ্জে

Updated : 30 Oct, 2023 8:04 PM
AE: Abhijit Roy
VO: Soumi Ghosh
Edit: Subhadeep Banerjee

সামসেরগঞ্জ: জাল লটারি কারখানার (Fake Lottery Factory) হদিস পেল সামশেরগঞ্জ (Samserganj) থানার পুলিশ (Police)। রবিবার রাতে মুর্শিদাবাদের (Murshidabad) সামসেরগঞ্জ থানার ধুলিয়ান পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের শিবমন্দির বাজার থেকে জাল লটারি কারখানায় হানা দেয় পুলিশ। সেখান থেকে বাজেয়াপ্ত করা হয় জাল লটারি তৈরির যন্ত্রাংশ সহ কয়েক বস্তা জাল লটারির টিকিট। নাগাল্যান্ডের ওই কোম্পানির জাল লটারির টিকিট তৈরি হতো ওই কারখানায়, এমনটাই অভিযোগ। কারখানায় তল্লাশি চালিয়ে জেরক্স মেশিন, ইনভার্টার ব্যাটারি, এসি, কাগজ কাটার যন্ত্র সহ অন্যান্য জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ।

কারখানা মালিক জানান, ঝাড়খণ্ডের সঞ্জয় কুমার নামে এক ব্যক্তি মাস তিনেক আগে ওই গোডাউন ভাড়া নেন তাঁর কাছ থেকে। কিন্তু ওই গোডাউনের মধ্যে কি কাজ হত সেটা তিনি জানেন না। এদিকে খোদ পুরসভার ওই ওয়ার্ডে কি ভাবে জাল লটারি তৈরি হতো, ওই জাল চক্রের সঙ্গে কারা কারা জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ওই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।