Placeholder canvas
কলকাতা শনিবার, ২৭ জুলাই ২০২৪ |
K:T:V Clock

সকাল থেকে অভিযোগের পাহাড় কমিশনে, সবচেয়ে বেশি তৃণমূলের বিরুদ্ধে

Updated : 13 May, 2024 9:43 PM
AE: Hasibul Molla
VO: Swarnali Dey
Edit: Silpika Chatterjee

কলকাতা:সকাল থেকে লাইনে দাঁড়িয়ে চলছে ভোটদান। স্বতস্ফর্ত ভাবে ভোটদানে অংশ নিয়েছেন সাধারণ। চতুর্থ দফায় ৯টি রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৯৬টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তি ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে, এমনটাই জানাচ্ছে নির্বাচন কমিশন। তবে এই মুহূর্তে নির্বাচন কমিশনের (Election Commission) খাতায় অভিযোগের পাহাড় এসে জমা পড়েছে। সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে NGRS, সিভিজিল, CMS পোর্টাল এবং মেইল মারফত একাধিক অভিযোগ জমা হচ্ছে। বিক্ষিপ্ত উত্তেজনার ছবি রাজ্যের।

কোথাও ছাপ্পা, কোথাও বুথ জ্যাম, সকাল থেকেই তৃণণূলের বিরুদ্ধে অভিযোগের পাহাড় কমিশনে। মূলত সকাল ৯ টা বেজে ১৫ মিনিট পর্যন্ত মোট অভিযোগের সংখ্যা ৪৯২। দলগত ভাবে অভিযোগ রয়েছে ৩৭টি।  তার মধ্যে বহরমপুর লোকসভা কেন্দ্রে ৯৪ টি, কৃষ্ণনগর ও রানাঘাটে লোকসভা কেন্দ্রে মোট অভিযোগ ১৬০ টি,বর্ধমান-পূর্ব ও বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে মোট অভিযোগ, ১০৫ টি, আসানসোল, বোলপুর ও বীরভূম লোকসভা কেন্দ্রে মোট অভিযোগ ১৩৩ টি জমা পড়েছে। এর মধ্যে বিজেপি অভিযোগ করেছে ২, সিপিআইএম অভিযোগ করেছে ১৫, কংগ্রেস অভিযোগ করেছে ২০। এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে কমিশনে কোনও অভিযোগ জমা পড়েনি। শুরু লোকসভা নির্বাচনের (LokSabha Election 2024) চতুর্থ দফার ভোট (Fourth Phase)। সকাল ৯টা পর্যন্ত সারা দেশের ৯৬টি লোকসভা কেন্দ্র মিলিয়ে সামগ্রিক ভাবে ভোটদানের হার ১০.৩৫ শতাংশ। সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ ভাবে চলছে নির্বাচন। ভোটের দিন নির্বাচন কমিশনের ভূমিকায় অসন্তুষ্ট মহুয়া মৈত্র। শতাব্দীর সামনে ক্ষোভ উগরালেন বৃদ্ধা।