সন্দেশখালি সাড়া বাংলায় ঝড় তুলবে, পথ দেখাবে, দাবি মোদির
বারাসত: সন্দেশখালি (Sandeshkhali Incident) সারা বাংলায় ঝড় তুলবে, পথ দেখাবে। ওই ঘটনা গোটা দেশের মাথা হেঁট করে দিয়েছে। বারাসতের কাছারি ময়দানের জনসভা (Public Meeting barasat) থেকে বুধবার এই ভাষাতেই সন্দেশখালি ইস্যুতে তৃণমূলকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বুধবার মোদি তৃণমূলকে মাফিয়ারাজ, তোলাবাজ বলেও কটাক্ষ করেন। তিনি বলেন, সন্দেশখালির মা-বোনেদের উপর অত্যাচার করে তৃণমূল পাপ করেছে। টিএমসির মাফিয়ারাজদের অত্যাচার রুখে দিয়েছে সন্দেশখালির মহিলারা। তারাই বাংলার দুর্গা বাহিনী। শাসকদলের অপমানের শিক্ষা দিতে নারীশক্তি আজ পথে নেমেছে। সেখানকার মহিলারা দেখিয়ে দিয়েছে কী ভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়।
এদিন বিজেপির মহিলা মোর্চা কাছারি ময়দানে নারী শক্তি বন্দন সমাবেশের ডাক দিয়েছিল। সমাবেশে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মঞ্চেও ছিল তৃণমূলের প্রমিলা বাহিনী। বিজেপির মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী থেকে শুরু করে রাজ্য মহিলা মোর্চার নেত্রী, মহিলা বিধায়ক, সাংসদরা হাজির ছিলেন। সমাবেশে আনা হয়েছিল সন্দেশখালির কয়েকজন নির্যাতিতাকেও। মঞ্চে ছিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রমুখ। তবে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষকে মঞ্চে দেখা যায়নি। আরামবাগ এবং কৃষ্ণনগরে মোদির সভাতেও দিলীপের গরহাজিরা অনেকের নজর কেড়েছিল।