সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধী
নয়াদিল্লি: অবশেষে সাংসদ (MP) পদ ফিরে পেলেন রাহুল গান্ধী (rahul Gandhi)। ওয়েনাডের সাংসদ হিসাবে পুনর্বহাল করা হল তাঁকে। সোমবার সকালেই লোকসভার সেক্রেটারিয়েটের তরফে রাহুল গান্ধীর সাংসদ পদ ফেরানোর নির্দেশ দেওয়া হয়। আজ থেকেই সংসদের অধিবেশনে যোগ দিতে পারবেন রাহুল গান্ধী।
২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করেই মানহানির মামলায় জড়িয়ে পড়েছিলেন রাহুল গান্ধী। তাঁর বিরুদ্ধে অপরাধমূলক মানহানি মামলা দায়ের করেন গুজরাতের বিজেপি সাংসদ পূর্ণেশ মোদি। ওই মামলায় চলতি বছরের মার্চ মাসে সুরাত দায়রা আদালত রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে এবং দুই বছরের কারাদণ্ডের সাজা দেয়। সুরাত আদালতের রায়ের পরদিনই জনপ্রতিনিধি আইন অনুযায়ী, সাংসদ পদ খোয়ান কংগ্রেস নেতা। ওই রায়কে চ্যালেঞ্জ করেই প্রথমে গুজরাত হাইকোর্ট ও পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাহুল গান্ধী। গত শুক্রবার অর্থাৎ ৪ অগস্ট সুপ্রিম কোর্টের তরফে সুরাট আদালতের ওই সাজার রায়ের উপরে স্থগিতাদেশ দেওয়া হয়। এরপরই সাংসদ পদ ফিরে পাওয়ার পথ খুলে যায় রাহুল গান্ধীর জন্য।