Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

লোকসভা ভোটের খুঁটিনাটি নিয়ে বৈঠক হল

Updated : 11 Sep, 2023 8:19 PM
AE: Abhijit Roy
VO: Rachana Mandal
Edit: Subhadeep Banerjee

কলকাতা: আসন্ন লোকসভা ভোটের (Loksava) বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক (Meeting) হল। কলকাতার (Kolkata) একটি পাঁচ তারা হোটেলে। দিল্লি থেকে ভারতীয় নির্বাচন কমিশনের দুই উচ্চপদস্থ ডেপুটি ইলেকশন কমিশনারের উপস্থিতিতে এই বৈঠক হয়। ছিলেন নির্বাচন কমিশনের এই রাজ্যের সিইও আরিজ আফতাব (Arij Aftab)। সব জেলার  ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তথা মুখ্য নির্বাচন আধিকারিকদের নিয়ে এই উচ্চ পর্যায়ের বৈঠক করা হয়।

মূলত বর্তমানে এই রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি খতিয়ে দেখা হয়। আগামী দিনে এরাজ্যে লোকসভা নির্বাচনের প্রস্তুতি (Preparataion) ও তার বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের এক দেশ এক নীতি, এক দেশ এক ভোট এর মত বিষয়গুলি বাস্তবায়িত করার বিষয়ে তাঁদের মতামত নেওয়া হয়। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনুযায়ী এরাজ্যে কী পরিমান কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী প্রয়োজন রয়েছে সে সম্পর্কেও বিশদ আলোচনা হয়েছে বলে সূত্রে জানা গিয়েছে।

ইভিএম (EVM) এর ফার্স্ট লেভেল চেকিং নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির হয়েছে। ইভিএম (EVM) সহ লোকসভা ভোটের খুঁটিনাটি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। জেলায় জেলায় ভোটার তালিকা সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখার কাজ হয়েছে। ভোটার তালিকা সংশোধন ও পরিমার্জনের কাজ, ইভিএমের ফার্স্ট লেভেল চেকিংয়ের কাজ কতটা হয়েছে তা খতিয়ে দেখা হয়েছে। আগামী বছর ১৬ মে বর্তমান লোকসভার মেয়াদ শেষ হবে। ২০১৯ সালে এপ্রিল-মে মাসে গত লোকসভা নির্বাচন হয়েছিল। সংবিধানের ৮৩ নম্বর ধারা অনুযায়ী প্রতি পাঁচ বছর অন্তর লোকসভা নির্বাচন হয়। সেই মতো আগামী বছরের এপ্রিল-মে মাসে লোকসভা ভোট হওয়ার কথা। অর্থাৎ হাতে মাত্র আট মাস সময় রয়েছে।