Placeholder canvas
কলকাতা বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪ |
K:T:V Clock

Indian Railway | ১৫ রাজ্য এবং ৬১ টি স্টেশনের উপর দিয়ে চলে ভারতের দীর্ঘতম রুটের এই ট্রেন

Updated : 2 Jul, 2023 6:31 PM
AE: Hasibul Molla
VO: Soumi Ghosh
Edit: Silpika Chatterjee

কলকাতা: ভারতীয় রেলকে (Indian Railway) দেশবাসীর লাইফ লাইন (Life Line) বলা হয়ে থাকে। বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্ক হল ভারতীয় রেল। দেশের বিভিন্ন প্রান্তে বিস্তৃত ভারতীয় রেল। প্রায় ১১৫,০০০ কিলোমিটার এলাকাজুড়ে এই নেটওয়ার্কের বিস্তৃতি। ভারতের ৭,৩৪৯টি স্টেশন থেকে প্রতিদিন ২০,০০০-এরও বেশি যাত্রীবাহী ট্রেন এবং ৭০০০টিরও বেশি পণ্যবাহী ট্রেন চলাচল করে। কিন্তু জানেন কী ভারতের দীর্ঘতম ট্রেনের রুট কোনগুলি? চলুন জেনে নেওয়া যাক- 

বিবেক এক্সপ্রেস (ডিব্রুগড় থেকে কন্যাকুমারী): ভারতের দীর্ঘতম রেলপথ যাত্রার তালিকার শীর্ষে রয়েছে বিবেক এক্সপ্রেস। এটি সপ্তাহে একবার ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত চলে। এই সাপ্তাহিক ট্রেনটি বর্তমানে ভারতের দীর্ঘতম এবং বিশ্বের ২৪তম ট্রেন রুটের। এই রুটটি ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত ৪,২৭৩ কিলোমিটার দূরত্ব। দীর্ঘ এই পথ অতিক্রম করতে প্রায় ৮০ ঘন্টা সময় লাগে। মাঝে পড়ে প্রায় ৫৫টি স্টেশন।

তিরুবনন্তপুরম-শিলচর সুপারফাস্ট এক্সপ্রেস: তিরুবনন্তপুরম-শিলচর সুপারফাস্ট এক্সপ্রেস হল একটি সাপ্তাহিক ট্রেন। এটি আগে তিরুবনন্তপুরম সেন্ট্রাল-গুয়াহাটি সুপারফাস্ট এক্সপ্রেস নামে পরিচিতছিল। ২১ নভেম্বর ২০১৭ সালে এই রেল রুট বাড়ানো হয়, তারপর থেকেই এর নাম হয় তিরুবনন্তপুরম-শিলচর সুপারফাস্ট এক্সপ্রেস। এটি দেশের দীর্ঘতম চলমান সুপার-ফাস্ট ট্রেন। দীর্ঘ ৩৯৩২ কিলোমিটার দূরত্ব পথ অতিক্রম করতে সময় লাগে প্রায় ৭৬ ঘন্টা ৩৫ মিনিট। ট্রেনটির স্টপেজ সংখ্যা ৫৪ টি। 

হিমসাগর এক্সপ্রেস (কন্যাকুমারী থেকে শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা): ভারতের দীর্ঘতম রেলপথ যাত্রার তালিকার তৃতীয় স্থানে রয়েছে হিমসাগর এক্সপ্রেস। কাটরা এবং কন্যাকুমারীর মধ্যে চলাচল করে এই ট্রেন। এই সাপ্তাহিক ট্রেনটি মোট ১২টি রাজ্য অতিক্রম করে এবং থামে মোট ৭৩টি স্টেশনে। ৩৭৮৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে এই ট্রেন সময় নেয় প্রায় ৭৩ ঘণ্টা।

টেন জম্মু এক্সপ্রেস (তিরুনেলভেলি জম্মু): ট্রেনটি জম্মু এক্সপ্রেস তামিলনাড়ুর দক্ষিণতম অংশ তিরুনেলভেলি থেকে জম্মু ও কাশ্মীরের কাটরার মধ্যে চলাচল করে। ট্রেনটি প্রায় ৩,৬৩১ কিলোমিটার পথ তিক্রম করে। এই রুটে ৫২৩টি স্টেশন পড়ে এবং ৬২টি স্টেশনে থামে। মোট চলমান সময় ৭১ ঘণ্টা ২০ মিনিট। এই ট্রেনটি ১১টি রাজ্যের মধ্য দিয়ে যায় এবং সপ্তাহে একবার চলে।

নবযুগ এক্সপ্রেস (ম্যাঙ্গালোর সেন্ট্রাল থেকে জম্মু তাওয়াই)- নবযুগ এক্সপ্রেসে চেপে ম্যাঙ্গালোর সেন্ট্রাল থেকে জম্মু তাওয়াই পর্যন্ত যেতে সময় লাগে ৮৪ দিন। এই ৮৪ দিনে ট্রেনটি ৫৯টি স্টেশনে থামে। অতিক্রম করে মোট ৩৬০৭ কিলোমিটার দূরত্ব। গন্তব্যে পৌঁছোতে এই ট্রেন সময় নেয় প্রায় ৬৪ ঘণ্টা।  নবযুগ বা নিউ-এরা এক্সপ্রেস হল একটি সাপ্তাহিক ট্রেন। এটি ভারতের ১৫টি রাজ্যের মধ্য দিয়ে যায়। কালিকট, কোয়েম্বাটোর জংশন, বিজয়ওয়াড়া, ভোপাল জংশন, ঝাঁসি জংশন, গোয়ালিয়র, আগ্রা এবং নতুন দিল্লি সহ ৬১টি স্টেশনে থামে।