Placeholder canvas
কলকাতা রবিবার, ২০ এপ্রিল ২০২৫ |
K:T:V Clock

লোপামুদ্রার বিশেষ প্রাপ্তি

Updated : 14 Apr, 2025 3:06 PM
AE: Madhurima Mukhopadhay
VO: Subhangi Mykhopadhay
Edit: Aiyushe Maity

সংগীত শিল্পী লোপামুদ্রার ( Lopamudra Mitra) জীবনে বিশেষ প্রাপ্তি! ভারতীয় ডাক বিভাগের সৌজন্যে এবার লোপামুদ্রা মিত্রর নামাঙ্কিত স্ট্যাম্প এল প্রকাশ্যে। সোশ্যাল মিডিয়াতে একগুচ্ছ ছবি পোস্ট করে নিজেই সে কথা জানালেন শিল্পী।

তিনি লেখেন, ‘ ভারতীয় ডাক বিভাগের সৌজন্যে “My stamp“, আমার নিজের নামাঙ্কিত স্ট্যাম্প প্রকাশ হওয়ায় আমি ধন্য ও গর্বিত। আমার এই প্রাপ্তি বাংলা গানের জন্য। আমৃত্যু আমি যেন এর থেকে বিচ্যুত না হই, আর পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করতে পারি, বাংলা গানকে ভালোবাসার জন্য।’

তাঁর নামে প্রকাশ পেল স্ট্যাম্প। পোস্টের মাধ্যমেই তিনি জানিয়েছেন এই প্রাপ্তি তিনি তাঁর গানকে উৎসর্গ করলেন। আজীবন গানটি সঙ্গী করে তিনি বাকি জীবন কাটাতে চান বলেও জানালেন। সব সময় তিনি চেষ্টা করবেন কিভাবে আগামী প্রজন্মকে গানের মাধ্যমে উদ্বুদ্ধ করতে পারেন তিনি। ভারতীয় ডাক বিভাগের প্রতি জানালেন তাঁর শ্রদ্ধা।