Placeholder canvas
কলকাতা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ |
K:T:V Clock

রাম মাংসাশী, শুদ্ররাজা মন্তব্যে বিতর্ক তুঙ্গে

Updated : 4 Jan, 2024 9:06 PM
AE: Abhijit Roy
VO: Bhaswati Das
Edit: Silpika Chatterjee

মুম্বই: ‘রামচন্দ্র মাংসাশী ছিলেন। শিকার করে খেতেন।’ রামমন্দির উদ্বোধনের আগে বিতর্কিত মন্তব্য শরদ পাওয়ারপন্থী এনসিপি বিধায়কের। আর তা নিয়ে ফের কাদাজল ছোড়াছুড়ি শুরু হয়েছে রাজনৈতিক মহলে। শুধু তাই নয়, বিরোধী দলের ওই বিধায়ক রামকে বহুজন অর্থাৎ পরোক্ষে শুদ্র সমাজের রাজা বলেও মন্তব্য করায় আঁতে ঘা লেগেছে উচ্চকোটির রামভক্তদের মনে।

শিরডিতে আয়োজিত দলের একটি শিক্ষাশিবিরে কর্মীদের সামনে বক্তব্য দিচ্ছিলেন বিরোধী শিবিরের এনসিপি বিধায়ক জিতেন্দ্র অওয়ধ। সেখানে তিনি বলেন, আমরা ইতিহাস পড়ি না এবং রাজনীতি করতে গিয়ে সবকিছু ভুলে যাই।