Placeholder canvas
কলকাতা সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ |
K:T:V Clock

ভারতের হারিয়ে যাওয়া দ্বীপ

Updated : 22 Aug, 2023 8:48 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

ঘুরতে যেতে বা বেড়াতে ভালোবাসেন না এরকম মানুষের সাধারণত খুব একটা দেখা মেলে না। হাতে অল্প সময় পেলেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েন কাছে পিঠে। সেই কারণেই কথা আছে বাঙালির পায়ের তলায় সরষে। তবে আপনি কি জানেন ভারতের মধ্যেই এমন একটি দ্বীপ আছে যেখানে গেলে আপনিও হারিয়ে যেতে পারেন। ভাবছেন তো কি সেই দ্বীপ?

ভারতের সুদূর উত্তর-পূর্বে একটি অঞ্চল যা আসাম রাজ্যের একটি নদী দ্বীপে অবস্থিত। ‘মাজুলি’ নাম বিখ্যাত সেই দ্বীপ। মাজুলি দ্বীপে পৌঁছানোর একমাত্র রাস্তা ফেরি। যদি আপনি এই দ্বীপে সকালে বেরোন তাহলে এক অসাধারণ সুন্দর্য উপভোগ করতে পারবেন। একটি স্থানীয় এনজিওর সমীক্ষা বলছে মাজুলি দ্বীপে তার অস্তিত্ব হারিয়ে ফেলছে। ধীরে ধীরে হারিয়ে যাওয়া দ্বীপ মাজুলি একবার বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ হওয়ার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডও ধারণ করেছিল।

তবে, এটি ব্রহ্মপুত্র নদীর দ্রুত চলমান জলে ভেসে যাচ্ছে। গত একশ বছরে, মাজুলি দ্বীপ ৬০ শতাংশ -এরও বেশি ক্ষয় হয়েছে। সমীক্ষা বলছে এই দ্বীপ ১,০০০ কিমি থেকে মাত্র ৪০০ বর্গ কিলোমিটারে সংকুচিত হয়েছে। মাজুলীর প্রাকৃতিক দৃশ্য অপূর্ব। যতই এই দ্বীপের ভেতরে যতই প্রবেশ করবেন ততই আলাদা এক অনুভূতি হবে।যদিও জলবায়ু পরিবর্তন এই ক্ষেত্রে একমাত্র কারণ নয়। মাজুলি দ্বীপ দেখার সেরা সময় সাধারণত অক্টোবর থেকে মার্চের মধ্যে। এটি সাধারণত শুষ্ক ঋতু হিসাবে বিবেচিত হয়।তবে একবার হলেও মাজুলি দ্বীপে ঘুরে আসুন। কারণ এই সুন্দর মরূদ্যান চিরকাল থাকবে না। সমীক্ষায় বলছে আগামী ১০-১৫ বছরের মধ্যে বিলীন হয়ে যাবে এই দ্বীপ।