Placeholder canvas
কলকাতা সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

Selfies Ban | India |  সেলফি তুলতে ভালোবাসেন? সাবধান এই জায়গাগুলোয় 

Updated : 17 May, 2023 1:55 PM
AE: Hasibul Molla
VO: Priti Saha
Edit: Monojit Malakar

বর্তমান স্মার্ট ফোনের (Phone) যুগে সেলফি ছাড়া মানুষের জীবন অচল। যেখানেই যাই না কেন ওই মুহূর্তটা ক্যামেরাবন্দি (Camera) করতে তৎপর হয়ে থাকি আমরা। কেউ কেউ তো ঘরের মধ্যেই সেলফি (Selfie) তোলেন। ঘুরতে যাব অথচ সেলফি তুলবো না এটা ভাবতেই পারেন না অনেকে। কিন্তু আপনি কি জানেন ভারতেই (India) রয়েছে এমন কয়েকটি স্থান যেখানে সেলফি তুলে মোটা অংকের জরিমানা হতে পারে। কোনদিন ভুলেও এইসব জায়গায় গিয়ে ক্যামেরাবন্দি করতে যাবেন না নিজেকে। আপনি জেনে নিন কোন কোন জায়গায় গিয়ে সেলফি তুললেই বিপদ হবে।                

রেলপথে সেলফি 
ভারতে রেলওয়ে ট্র্যাকে সেলফি তুললে সোজা জেলে হতে পারে। সেলফি তোলার সময় অসাবধানতা বশতঃ প্রায়ই দুর্ঘটনা ঘটে। একাধিকবার প্রাণহানি পর্যন্ত হয়েছে। এই সব কারণে রেলপথে সেলফি তোলা নিষিদ্ধ করা হয়েছে।

গোয়া
তালিকায়রয়েছে গোয়ার নামও। নামটা পড়ে নিশ্চয়ই অবাক লাগছে। তবে কথা সত্যি। আসলে গোয়ার পাথুরে অঞ্চল এবং সমুদ্র অঞ্চলে সেলফি তুললে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়। গোয়ার অনেক বিচে আবার ছবি তোলাও নিষিদ্ধ।

লোটাস টেম্পল
সেলফি তোলার নিষেধাজ্ঞা রয়েছে দেশের আরও অনেক স্থানে। উদাহরণস্বরূপ, দিল্লির লোটাস টেম্পলটির নাম করা যায়। মন্দিরের বাইরের অঞ্চলে ছবি তুলতে কেউ নিষেধ না করলেও, প্রার্থনাস্থলের ভিতরে সেলফি তোলার অনুমতি নেই।

কুম্ভ মেলা
ভারতের সবচেয়ে বিখ্যাত মেলা হল কুম্ভ মেলা। এই মেলায় যোগ দিতে ভিড় জমান হাজার হাজার মানুষ। ভক্তদের নিরাপত্তার কথা মাথায় রেখে কুম্ভ মেলায় সেলফি তোলা নিষিদ্ধ।