Placeholder canvas
কলকাতা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

ভোট শেষ, রাতারাতি দামবৃদ্ধি গ্যাসের

Updated : 1 Dec, 2023 7:59 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

নয়াদিল্লি: পাঁচ রাজ্যের ভোট শেষ। তার পরদিনই ফের একপ্রস্থ দাম বাড়ল গ্যাসের (LPG)। চলতি বছরের শেষ মাসের প্রথম দিনই প্রায় ৪১ টাকা দামবৃদ্ধি (Price Hike) ঘটল গ্যাসের। আগামী ৪ ডিসেম্বর, সোমবার ভোটের ফলাফল প্রকাশের পরদিনই শুরু হতে চলেছে সংসদের শীত অধিবেশন (Parliament Winter Session)। অতএব, এই ইস্যুতে গরম হতে পারে অধিবেশন। বছরের শেষ মাসের প্রথম দিনই গ্যাসের দাম বাড়ায় নতুন করে মূল্যবৃদ্ধির (Inflation) আশঙ্কা দেখা দিয়েছে বণিক মহলে।

তেল কোম্পানিগুলি সিলিন্ডারপ্রতি গ্যাসের দাম কমবেশি ৪১ টাকা করে বৃদ্ধি করেছে। বাণিজ্যিক (Commercial LPG) অর্থাৎ ১৯ কেজি সিলিন্ডারেই দাম বেড়েছে। গৃহস্থের হেঁসেলের পকেটে এখনও টান পড়েনি। নতুন দাম অনুযায়ী রাজধানী দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম পড়বে ১৭৯৬.৫০ টাকা।