Placeholder canvas
কলকাতা সোমবার, ২৪ মার্চ ২০২৫ |
K:T:V Clock

চতুর্থ বিয়ের স্বপ্ন দেখছেন ছেষট্টির লাকি!

Updated : 9 Feb, 2025 4:48 PM
AE: Parvej Khan
VO: Pabitra Tribedi
Edit: Aiyushe Maity

স্বপ্নশাস্ত্র অনুযায়ী নাকি ভবিষ্যতের কোন বিপদের জন্য সচেতন করে স্বপ্ন! সেই ইঙ্গিত বুঝতে হবে। যদিও স্বপ্নের ব্যাখ্যা নিয়ে নানা রকমের গবেষণা হয়েছে… প্রতিটি স্বপ্নের পিছনে নাকি কোন না কোন কারণ আছে।
শোনা যাচ্ছে, একসময়ের জনপ্রিয় গায়ক-অভিনেতা ৬৬ বছরের লাকি আলি(Lucky Ali)চতুর্থ বিয়ের স্বপ্ন দেখছেন ছেষট্টির লাকি!লাকি নাকি চতুর্থবারের জন্য বিয়ে করতে চলেছেন। যার ‘এক পাল কি জিনা’, ‘ও সানাম’ এর মত বেশ কিছু গান শ্রোতাদের এক সময় বিভর করেছিল। তার ভক্ত অনুরাগীরা একটু মজা করে বলেছেন তাহলে কি লাকি বিয়ের স্বপ্ন দেখলেন!


সম্প্রতি দিল্লির অনুষ্ঠান চলাকালীন তিনি তার আইকনিক গানই শুধু পরিবেশন করেননি বরং তার পিছনের গল্পগুলো গানের ফাঁকে ফাঁকে তুলে ধরেছেন। সেখানেই তাকে আগামী ইচ্ছের কথা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘পুনরায় বিয়ে করা আমার স্বপ্ন’। আর তারপর থেকেই লাকি আলীর বিয়ে নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। যদিও ঠিক কাকে বিয়ে করবেন তিনি তা খোলসা করে বলেননি। বা আদৌ কি সত্যি তিনি আবার বিয়ের আসরে বসতে চান!


অস্ট্রেলিয়ান নাগরিক মেগানের সঙ্গে ১৯৯৬ সালে তার পরিচয় হয়েছিল। সে বছরেই তিনি তাকে বিয়ে করে নেন। ওই একই বছরে লাকি ‘সুনো’ শীর্ষক অ্যালবাম প্রকাশ্যে আসে। মেগানের সঙ্গে ভরার সংসারে তাদের দুটি সন্তান ছিল। যদিও শেষ সংসার ভেঙে যায়।
১৯৯৬ সালে লাকি আলীর ‘সুনো’ অ্যালবাম প্রকাশের সময়ে অস্ট্রেলিয়ান নাগরিক মেগান জেন ম্যাকলেরিকের সঙ্গে পরিচয়। একই বছরে বিয়ে করেন তারা। এ সংসারে তাদের দুটো সন্তান রয়েছে। পরে ভেঙে যায় এই সংসার।


: ব্যক্তিগত জীবনে নাকি মেহমুদ পুত্র লাকি আলি যথেষ্ট রঙিন মানুষ। তবে এক বিয়েতে কিংবা এক নারীতে তিনি সন্তুষ্ট নন।
এরপর ২০০০ সালে পার্সি কন্যা আনাহিতাকে বিয়ে করেন লাকি আলি। বিয়ের জন্য ধর্মে বদলে ইসলাম গ্রহণ করে আনাহিতা হন ইনায়া। তাঁদেরও দুই সন্তান সারা এবং রায়ান। কিন্ত এই বিয়েও টিকলো না।
তারপর ২০১০ সালে ব্রিটিশ মডেল কেট এলিজাবেথ সাল্লামের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হন লাকি আলি। ২৫ বছরের ছোট এই ব্রিটিশ সুন্দরী নিজের নাম বদলে আয়েশা আলী রাখেন। তাদেরও একটি পুত্র সন্তান আছে। কিন্তু ২০১৮ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। শোনা যায় স্বামীর তিনবারের বিয়েই কাল হয়েছিল তাদের দাম্পত্য জীবনে। বিচ্ছেদ যতবারই হোক না কেন, স্বামী স্ত্রীর সম্পর্কের দূরত্ব বাড়লেও সন্তানদের প্রতি কিন্তু তিনি যথেষ্ট দায়িত্বশীল।


লাকি আলীর প্রাক্তন স্ত্রীরা কেউ বিদেশে থাকেন কেউ মুম্বইতে থাকেন। আর এলিজাবেথ ডিভোর্সের পর নতুন করে সংসার পেতেছেন।
বলিউডকেও উপহার দিয়েছেন ‘কিউ চলতি হ্যায় পবন’, ‘এক পলকা জিনা’র মতো সুপারহিট গান।অতীতের বৈবাহিক সম্পর্ক নিয়ে লাকি আলীর বিস্ফোরক মন্তব্য তার আগামী বিয়ের শখকে নতুন করে জাগিয়ে তুলেছে। তিনি বলেছিলেন, ‘আমার মনে হয় আমি একইসঙ্গে দুই নারীকে ভালবাসতে পারি একই রকম আবেগ দিয়ে’।