Placeholder canvas
কলকাতা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ |
K:T:V Clock

অসুস্থ তৃণমূল বিধায়ক মদন মিত্র, ভর্তি SSKM-এর উডবার্নে

Updated : 5 Dec, 2023 5:34 PM
AE: Hasibul Molla
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee

কলকাতা: অসুস্থ তৃণমূল বিধায়ক (TMC MLA) মদন মিত্র (madan Mitra)। সোমবার রাতে তাঁকে এসএসকেএম হাসপাতালের ভর্তি করা হয়েছে। তিনি বুকে ব্যথা, জ্বর ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। তাঁর বেশ কিছু পরীক্ষা ইতিমধ্যেই হয়েছে বলে জানা গিয়েছে। উডবার্ন ওয়ার্ডের ২০৬ নম্বর কেবিনে রাখা হয়েছে অসুস্থ বিধায়ককে।

সোমবার বিধানসভায় শীতকালীন অধিবেশন চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন মদন। তার আগে থেকেই তিনি‌ সামান্য অসুস্থ ছিলেন বলে জানা যাচ্ছে। এদিন রাত বাড়লে সেই অসুস্থতা আরও কিছুটা বাড়লে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে আপাতত তিনি স্থিতিশীল রয়েছেন বলেই খবর। চিকিৎসক অতনু পালের তত্ত্বাবধানে রয়েছেন তৃণমূল বিধায়ক।