আসছে মধুবালার বায়োপিক, নামভূমিকায় কে?
Updated : 16 Mar, 2024 8:21 PM
AE: Samrat Saha
VO: Rachana Mandol
Edit: Silpika Chatterjee
মুম্বই: বি টাউনের এই সুন্দরী অভিনেত্রী আজও কাশ্মীর থেকে কন্যাকুমারীর কোটি কোটি ফ্যানদের হৃদয়ে আছেন। এই সুন্দরীর ব্যক্তিগত জীবন থেকে পর্দার জীবনে সবেতেই আছে গ্ল্যামার ও সৌন্দর্য্যের ফিল্মি চমক। হাজার হাজার পুরুষের স্বপ্নের নারী ছিলেন তিনি। হ্যাঁ, তিনি মধুবালা- ভারতীয় চলচ্চিত্রের এক চিরস্মরণীয় নাম। সম্প্রতি জনপ্রিয় অভিনেত্রী মধুবালার বায়োপিক (Madhubala Biopic) তৈরির প্রস্তুতি শুরু করলেন আলিয়া ভাট অভিনীত ‘ডার্লিংস’ ছবির পরিচালক জসমিত কে রিন (Jasmeet K Reen)।
Tags: