মধ্যপ্রদেশের কুর্সিতে ‘যাদব’, বাঁশি ছেড়ে ‘মোহন’ ধরলেন রাজদণ্ড
ভোপাল ও রায়পুর: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বুধবার শপথ নিলেন মোহন যাদব (CM Mohan Yadav)। তাঁকে শপথবাক্য (Oath Taking Ceremony) পাঠ করান রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল। ভোপালের (Bhopal) লাল প্যারেড ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং তিনবারের বিধায়ক মোহন যাদবের সঙ্গেই রাজেন্দ্র শুক্লা এবং জগদীশ দেওড়া উপমুখ্যমন্ত্রী হচ্ছেন। তাঁরাও একসঙ্গে শপথ নেন। শপথ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথসহ আরও অনেক বিশিষ্ট অতিথি।
৫৮ বছর বয়সি মোহন যাদব শপথ অনুষ্ঠানের আগে ভোপালের একটি মন্দিরে গিয়ে পুজো দেন। সেখান থেকে বিজেপির রাজ্য সদর দফতরে গিয়ে জনসঙ্ঘের অন্যতম প্রতিষ্ঠাতা দীনদয়াল উপাধ্যায় এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। ময়দান বিজেপি কর্মীদের বিশেষত যাদবের ভিটে উজ্জয়িনীর সমর্থকে ঠাসা ছিল।