Placeholder canvas
কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

বাড়িতে কুকুর পুষলে কর দিতে হবে! কেন এই সিদ্ধান্ত?

Updated : 16 Jan, 2023 6:52 PM
AE: Samrat Saha
VO: Indrani Banerjee
Edit: Arpan Ghosh

আপনি কি কুকুরপ্রেমী (Dog Lover)। জানেন কি, বাড়িতে পোষ্য হিসেবে সারমেয় (Dog) রাখলে করের আওতায় পড়তে হতে পারে? মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সাগর মিউনিসিপ্যাল কর্পোরেশন (Sagar Municipal Corporation) শহরের বাসিন্দাদের নিরাপত্তা (Safety for Citizens) এবং শহরের পরিচ্ছন্নতার (Cleanliness of the City) জন্য কুকুর মালিকদের উপর কর আরোপের সিদ্ধান্ত নিয়েছে। মধ্যপ্রদেশে এই প্রথম এরকম ঘটনা ঘটতে চলেছে। গত রবিবার ৪৮ জন কাউন্সিলর (Councillors) সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছেন (Unanimous Decision)। সাগর মিউনিসিপ্যাল কর্পোরেশন এই আইন প্রণয়ন করলে আগামী এপ্রিল থেকেই তা কার্যকর হবে।    

কেন এই সিদ্ধান্ত?

মধ্যপ্রদেশের সাগর জেলায় সম্প্রতি রাস্তাঘাটে কুকুরদের উপদ্রব বেড়েছে, সেই কারণেই সংশ্লিষ্ট জেলার কুকুর মালিকদের উপর কর আরোপের (Impose Tax on Dog Owners) সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। উল্লেখ্যযোগ্য বিষয় হল, শুধুমাত্র পথ কুকুরদের উপদ্রবেই (Dog Menace) নয়, পোষ্য কুকুরদের কারণেও জেরবার ওই জেলার সাধারণ মানুষ। সারমেয় মালিকরা তাঁদের পোষ্যদের নিয়ে রাস্তায় বের হন, এর ফলে সর্বজনীন স্থান নোংরা হচ্ছে (Public Places Getting Dirty) কুকুরের মলমূত্রের (Defecation) কারণে। সেই কারণে এই আইন আনার সিদ্ধান্ত নিয়েছে সাগর মিউনিসিপ্যাল কর্পোরেশন।