মাধ্যমিকের সময়সূচি বদল, কাল শুনানি
Updated : 24 Jan, 2024 8:41 PM
AE: Hasibul Molla
VO: Swarnali Dey
Edit: Silpika Chatterjee
কলকাতা: মাধ্যমিকের (Madhyamik 2024) পরিবর্তিত সময়সূচি এগিয়ে আনার সিদ্ধান্ত বাতিল করা হোক। দ্রুত শুনানির আবেদন জানিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসুর দৃষ্টি আকর্ষণ। সব পক্ষের উপস্থিতিতেই শুনানি সম্ভব বলে বুধবার জানিয়ে দিলেন বিচারপতি বসু। বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি।
এদিন মামলাকারীর আইনজীবী আদালতকে জানান, বহুদূর থেকে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে আসেন। এত সকালে পরীক্ষা হলে তারা সময়মতো পৌঁছতে পারবেন না। তাই মাধ্যমিকের পরিবর্তিত সময়সূচি এগিয়ে আনার সিদ্ধান্ত বাতিল করা হোক। এর প্রেক্ষিতেই বিচারপতি বসু সবপক্ষের উপস্থিতিতে শুনানি সম্ভব বলে জানিয়ে দেন।
Tags: